এইমাত্র
  • নির্বাচনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে নিরাপত্তা জোরদার
  • যমুনায় জেগে উঠেছে অসংখ্য ডুবোচর, নৌ চলাচল ব্যাহত
  • সিঙ্গাপুরের উদ্দেশে এভারকেয়ার ছাড়লেন হাদি
  • আগামীকাল সাময়িক বন্ধ থাকবে মেট্রোরেল
  • হাদি গুলিবিদ্ধের ঘটনায় গুজবে সয়লাব ফেসবুক : ফ্যাক্টওয়াচ
  • কওমী মাদ্রাসার বোর্ড পরীক্ষার সময়সূচি এগিয়ে আনা হয়েছে
  • কলম্বিয়ায় স্কুলবাস খাদে পড়ে নিহত ১৭
  • হাদির ওপর হামলায় নির্বাচনে প্রভাব পড়বে না: সিইসি
  • হাদিকে গুলি করা অভিযুক্ত মাসুদের ভারতে গিয়ে সেলফি
  • ওসমান হাদিকে গুলির ঘটনায় আরও ২ জন আটক
  • আজ সোমবার, ১ পৌষ, ১৪৩২ | ১৫ ডিসেম্বর, ২০২৫
    খেলা

    টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল

    পেসারদের দাপটে প্রথম দিনেই ‘১৪’ উইকেটের পতন

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ১২ জুন ২০২৫, ১২:১১ পিএম
    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ১২ জুন ২০২৫, ১২:১১ পিএম

    পেসারদের দাপটে প্রথম দিনেই ‘১৪’ উইকেটের পতন

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ১২ জুন ২০২৫, ১২:১১ পিএম
    ছবি: সংগৃহীত

    আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের প্রথম দিনটি ছিল রুদ্ধশ্বাস। লর্ডসের পিচে পেসারদের দাপটে প্রথম দিনেই উইকেটের সংখ্যা দাঁড়িয়েছে ১৪টি। দিনের শেষে বড় ব্যবধানে এগিয়ে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকার চেয়ে ১৬৯ রানে এগিয়ে রয়েছে প্যাট কামিন্সের দল।

    বুধবার (১১ জুন) লর্ডসে টসে জিতে অস্ট্রেলিয়াকে আগে ব্যাট করার আমন্ত্রণ জানায় দক্ষিণ আফ্রিকা।

    এদিন শুরুতেই চাপে পড়ে অজিরা। দুই প্রোটিয়া পেসার কাগিসো রাবাদা ও মার্কো ইয়ানসেন অসাধারণ বোলিংয়ে অজিদের ব্যাটিং লাইনআপে ভাঙন ধরান। মাত্র ৬৭ রানেই ৪ উইকেট হারিয়ে বসে অস্ট্রেলিয়া।

    শুরুতেই ফেরেন উসমান খাজা, এরপর দ্রুত বিদায় নেন ক্যামেরন গ্রিন ও মার্নাস লাবুশেন। কিছুটা প্রতিরোধ গড়েন স্টিভেন স্মিথ ও বিউ ওয়েবস্টার।

    স্মিথ খেলেন ৬৬ রানের মূল্যবান ইনিংস, আর ওয়েবস্টার ৭২ রান করে দলের ইনিংসের নেতৃত্ব দেন। তবে তাতেও খুব একটা বড় সংগ্রহ গড়া সম্ভব হয়নি। অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ২১২ রানেই গুটিয়ে যায়।

    দক্ষিণ আফ্রিকার হয়ে কাগিসো রাবাদা নেন ৫ উইকেট, মার্কো ইয়ানসেনের শিকার ৩টি। কেশব মহারাজ ও এইডেন মারক্রাম ভাগ করে নেন বাকি দুটি উইকেট।

    জবাবে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকাও ভালো শুরু করতে পারেনি। প্রথম ওভারেই বিদায় নেন ওপেনার এইডেন মারক্রাম। এরপর একে একে ফিরে যান রায়ান রিকেলটন, উইয়ান মাল্ডার ও ত্রিস্টান স্টাবস। চাপে পড়ে যায় প্রোটিয়ারা।

    শেষ বিকেলে অধিনায়ক টেম্বা বাভুমা ও ডেভিড বেডিংহ্যাম কিছুটা স্থিরতা এনে দেন। দিন শেষে ৪৩ রানে ৪ উইকেট হারিয়ে দক্ষিণ আফ্রিকা প্রথম দিনের খেলা শেষ করে।

    অস্ট্রেলিয়ার হয়ে মিচেল স্টার্ক নেন ২টি উইকেট, আর জশ হ্যাজলউড ও প্যাট কামিন্স পান একটি করে।

    দ্বিতীয় দিনের খেলা শুরু হবে দক্ষিণ আফ্রিকা ১৬৯ রানে পিছিয়ে থেকে, হাতে রয়েছে ৬ উইকেট।

    আরডি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…