এইমাত্র
  • ওসমান হাদিকে গুলির ঘটনায় আরও ২ জন আটক
  • প্রসূতি মৃত্যুর ঘটনায় উপদেষ্টার দপ্তরের নির্দেশে তদন্ত শুরু
  • সাবেক বিচারপতি মেজবাহ উদ্দিন মারা গেছেন
  • বাসভবন-কার্যালয় প্রস্তুত, সিলেট হয়ে ঢাকায় ফিরবেন তারেক রহমান
  • ফটিকছড়িতে অবাধে কাটা হচ্ছে পাহাড়-টিলা-কৃষি জমি, হুমকিতে পরিবেশ
  • আনিস আলমগীর, শাওনসহ ৪জনের বিরুদ্ধে থানায় অভিযোগ
  • মেসি-শচীনের ঐতিহাসিক সাক্ষাৎ, উপহার বিনিময়
  • ওসমান হাদিকে গুলির ঘটনায় মামলা
  • হাবিবুরসহ ৮ আসামির বিরুদ্ধে যুক্তিতর্ক শুরু আজ
  • বাংলাদেশি শান্তিকর্মীদের ওপর হামলা, সুদানকে সতর্কবার্তা জাতিসংঘের
  • আজ সোমবার, ১ পৌষ, ১৪৩২ | ১৫ ডিসেম্বর, ২০২৫
    রাজনীতি

    মা শেখ হাসিনার সঙ্গে দেখা করতে ভারতে জয়

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ১২ জুন ২০২৫, ০৪:২৪ পিএম
    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ১২ জুন ২০২৫, ০৪:২৪ পিএম

    মা শেখ হাসিনার সঙ্গে দেখা করতে ভারতে জয়

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ১২ জুন ২০২৫, ০৪:২৪ পিএম

    ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এখন ভারতে অবস্থান করছেন। মায়ের সঙ্গে দেখা করতেই ঈদুল আজহার আগের দিন, অর্থাৎ গত শুক্রবার (৬ জুন) তিনি ভারতে এসেছেন।

    গত বছরের ৫ আগস্ট ক্ষমতাচ্যুতির পর বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার ছেলে জয়ের এটিই প্রথম সাক্ষাৎ।

    ভারতের নিরাপত্তা এজেন্সিগুলোর একাধিক সূত্র এবং দেশটিতে বসবাসরত বাংলাদেশ আওয়ামী লীগের একাধিক শীর্ষ নেতার বরাতে বিবিসি বাংলার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

    তবে সূত্রগুলো বলছে, ক্ষমতা হারানোর পর মা-ছেলের এই সাক্ষাৎ অনেকটাই পারিবারিক, যতটা না রাজনৈতিক।

    বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়ার পর যুক্তরাষ্ট্রে বসবাসরত সজীব ওয়াজেদ জয়ের বাংলাদেশি পাসপোর্ট বাতিল করে দেয়।

    কিন্তু সম্প্রতি যুক্তরাষ্ট্রের পাসপোর্ট পেয়েছেন সজীব ওয়াজেদ জয়। তার কয়েক দিন আগেই তিনি যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পান। গ্রিন কার্ড পাওয়ার পর থেকেই জয়ের ভারত ভ্রমণ নিয়ে আলোচনা চলছিল। তবে, তা কয়েক মাস পরে ভারতে জয়ের আসার কথা ছিল। কিন্তু তিনি তার সফর এগিয়ে আনেন।

    ভারতে পৌঁছে বিমানবন্দর থেকে যথাযথ নিরাপত্তা দিয়েই তাকে সেখানে পৌঁছিয়ে দেয়া হয়, শেখ হাসিনা যে গোপন ঠিকানায় আছেন। ওই ঠিকানায় শেখ হাসিনার বোন শেখ রেহানাও রয়েছেন।

    এছাড়া, শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুলও কর্মসূত্রে দিল্লিতে থাকেন। তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লিউএইচও-র দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক। তার সঙ্গে ভাই জয়ের দেখা হয়েছে কি না, সেটা কোনো সূত্র থেকেই নিশ্চিত করা যায়নি বলে বিবিসি তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে।

    এদিকে, ভারত সফরে এসে জয় কলকাতায়ও আসতে পারেন বলে শোনা গিয়েছিল। কলকাতা এবং তার আশপাশের এলাকায় অবস্থান করা আওয়ামী লীগের শীর্ষ নেতা, সাবেক এমপি ও মন্ত্রী এবং দলটির ঘনিষ্ঠজনদের সঙ্গে বৈঠক করতে পারেন জয়, সেই গুঞ্জনও রয়েছে।

    তবে, ভারতের নিরাপত্তা এজেন্সির সূত্রগুলো বলছে, অন্তত এবার তার কলকাতায় আসার কোনো পরিকল্পনা নেই। এছাড়া, জয়ের দীর্ঘ সময় ভারতে থাকার পরিকল্পনা নেই, তা জানা গেছে আওয়ামী লীগ সূত্রে।

    এবি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…