যশোরের শার্শায় পূর্ব শত্রুতার জেরে লিটন হোসেন (৩০) নামে বিএনপির এক কর্মীকে কুপিয়ে হত্যার এজাহারভুক্ত দুই আসামীসহ মোট চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৩ জুন) রাতে তাদেরকে গ্রেফতার করে শার্শা থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো উপজেলার দূর্গাপুর গ্রামের মৃত কাশেম আলীর ছেলে আজগার আলী (৩২) ও শমসের আলী (৪৫)। এছাড়াও তদন্তে সন্দিগ্ধতা এজাহারভুক্ত মৃত সামসুল হক (৫২) ও আব্দুল হক মিয়া (৫৫)।
পুলিশ জানায়, মঙ্গলবার রাতে বিএনপি কর্মী নিহত লিটন একটি চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন। এসময় ওই এলাকার সেলিম ও রমজান সঙ্গীয় সন্ত্রাসীদের সাথে নিয়ে তাকে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাথাড়ি ভাবে কুপিয়ে জখম করে। এ সময় তার আত্মচিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়। পরে আগত লিটনকে উদ্ধার করে স্বজনরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
পরে ওইদিন রাতেই নিহত লিটনের পিতা আজগার আলী বাদী হয়ে শার্শা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে আসামী গ্রেফতারে পুলিশ অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করে।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম রবিউল ইসলাম জানান, আটক আসামীদের বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে। অন্য আসামীদের গ্রেফতারে পুলিশী অভিযান চলছে।
এনআই