সামাজিক যোগাযোগ মাধ্যমে ইঙ্গিতপূর্ণ স্ট্যাটাস দেওয়ার অভ্যাস আছে সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সির। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া একটি পোস্টের মাধ্যমে জনপ্রিয় সংগীতশিল্পী কনা জানিয়েছেন তিনি দাম্পত্য সম্পর্কের ইতি টেনেছেন। সেই রেশ টেনে তাকেই ইঙ্গিত করে ফেসবুক পোস্ট করেছেন ন্যান্সি।
বুধবার (২৫ জুন) রাতে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে বিচ্ছেদের পোস্ট দেন কনা। তার পোস্টের ঠিক ১ ঘণ্টা পর রাত ১২টার দিকে কটাক্ষ করে ওই পোস্ট দেন ন্যান্সি।
দীর্ঘ ৭ বছর প্রেমের পর ২০১৯ সালের ২১ এপ্রিল ভালোবেসে ব্যবসায়ী ইফতেখার গহীনকে বিয়ে করেছিলেন কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কনা। অবশেষে ভেঙে গেছে তাদের দীর্ঘ ৬ বছরের সংসার।
কনা তার দীর্ঘ ফেসবুক পোস্টে লেখেন, ‘আমি আপনাদের ভালোবাসার কনা। জন্ম, মৃত্যু, বিয়ে-সবই আল্লাহর ইচ্ছা। ঠিক তেমনি যেকোনো বিচ্ছেদও হয় তারই ইশারায়।…দীর্ঘ ছয় বছরের বিবাহিত জীবনের পর আমি এবং গোলাম মোহাম্মাদ ইফতেখার গহীন গত ১৬ জুন, ২০২৫ তারিখে আমাদের বিবাহবিচ্ছেদ সম্পন্ন করেছি।’
পরে ন্যান্সি লিখেছেন, ‘জন্ম মৃত্যু বিয়ে বিচ্ছেদ, এর সবই আল্লাহর ইচ্ছায় হয়- বাণীতে শেয়াল রাণী।’
সংগীতপাড়ায় কান পাতলেই শোনা যায়, কনা-ন্যান্সির সম্পর্ক ভালো নয়। তাদের দু’জনের সম্পর্ক সাপে-নেউলে! তবে ন্যান্সি পোস্টে কারো নাম উল্লেখ করেননি। তার পোস্টটি কনার পোস্টের একটি বাক্যটি ব্যবহার করায় নেটিজেনরা ধরেই নিয়েছেন ন্যান্সি কনাকেই ‘শেয়াল রাণী’ বলে কটাক্ষ করেছেন।
এদিকে, রাতেই দীর্ঘ ৬ বছরের সংসার জীবনের ইতি টেনে স্বামী মো. ইফতেখার গহিনের সঙ্গে গত ১৬ জুন বিবাহবিচ্ছেদ সম্পন্ন করেছেন বলে ফেসবুক পোস্টে জানালেও তার স্বামী এরই মধ্যে ভিন্ন কথা বলছেন! তিনি বলেন, ‘আমাদের কোনো বিবাহবিচ্ছেদ হয়নি।’ বিচ্ছেদ হয়নি তবে সংসার জীবনে সমস্যা চলছে জানিয়ে পোস্ট দেওয়ার কিছুক্ষণ পর সরিয়ে নেন গায়িকার স্বামী।
গত বছরের ১৪ জুলাই ন্যান্সি একটি শেয়ালের ছবি দিয়ে কনাকে ইঙ্গিত করে একটি পোস্ট দিয়েছিলেন। সেসময় কনার গাওয়া ‘তুফান’ সিনেমার ‘দুষ্টু কোকিল’ গানটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল।
২০০০ সালে সংগীতে ক্যারিয়ার শুরু করেন দিলশাদ নাহার কনা। অন্যদিকে, ২০০৬ সালে ‘আকাশ ছোঁয়া ভালোবাসা’ সিনেমাতে ‘পৃথিবীর যত সুখ’ গানটির মধ্য দিয়ে গানের ক্যারিয়ার শুরু হয় ন্যান্সির। ক্যারিয়ারের শুরুতে তাদের ভালো সম্পর্ক থাকলেও বর্তমানে তা নেই।
এসকে/এইচএ