ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আইবিএ ক্যান্টিন সংস্কার করার সময় দেয়ালের ইট খসে পড়ে দানী ইসলাম (৫০) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেল ৩টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগের নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
নিহত দানী ইসলামের বাড়ি কিশোরগঞ্জ জেলার ইটনা থানার নয়ানগর এলাকায়। বর্তমানে তিনি মিরপুর-১০ নম্বরে ভাড়া থাকতেন বলে জানা গেছে।
ক্যান্টিন ম্যানেজার শামসুল হক বলেন, ‘ওই শ্রমিক দেয়াল ভাঙছিল, তখন একটা ইট খুলে এসে তার মাথায় লাগে। তিনি ভীষণ আহত হন। তারপর কন্ট্রাক্টরের লোকজন তাকে মেডিকেলে নিয়ে যায়। সেখান থেকে মৃত ঘোষণা করা হয় বলে জেনেছি। আমি আজ সকালেও কন্ট্রাক্টরকে বলেছিলাম যে আপনার এখানে নিরাপত্তা ঝুঁকি রয়েছে, আপনি প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে কাজ করুন।’
জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দীন আহমেদ বলেন, ‘আমরা জানতে পেরেছি একজন শ্রমিক মৃত্যুবরণ করেছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের স্টাফ নন, টিকাদার প্রতিষ্ঠানের শ্রমিক। লাশ এখন ঢাকা মেডিক্যাল মর্গে রাখা আছে।’