দিনাজপুরের নবাবগঞ্জে থানা পুলিশের অভিযানে ৯ শ পিস প্যাথেডিন ইনজেকশনসহ দুই জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
সোমবার (৭ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল মতিন ।
রবিবার দিবাগত রাতে নবাবগঞ্জ সিএনজি স্ট্যান্ডের বিপরীত দিক থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- সাথী বেগম (২৬) ও জাহাঙ্গীর আলম (২৫)। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল মতিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ ইনজেকশনসহ দুইজনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক পাচারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
তিনি আরও জানান, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
এনআই