রাজধানীর মিরপুরে চাঁদাবাজির অপরাধে চারজনকে গ্রেফতার করেছে ডিএমপির মিরপুর মডেল থানা পুলিশ।
সোমবার (৭ জুলাই) দিবাগত রাত আনুমানিক ৩ টার দিকে মিরপুর মডেল থানাধীন পশ্চিম মনিপুরের প্রতীক ভিলা নামক একটি বাসা হতে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন আনোয়ার হোসেন তাবিদ (৩৫), মোঃ মিন্টু মিয়া (৩৫), মোঃ রতন মিয়া (৩৪) ও মোঃ ইসমাইল হোসেন (২৪)।
মিরপুর মডেল থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে রোববার (৬ জুলাই) রাতে অজ্ঞাতনামা ৮/১০ জন অজ্ঞাত যুবক পশ্চিম মনিপুরের প্রতিক ভিলা নামক একটি বাসায় হামলা করে। ওই বাসায় বসবাসরতদের জিম্মি করে তারা পতিত আ'লীগ সরলারের দোসর, ফ্যাসিস্ট আখ্যাসহ ভয়ভীতি দেখিয়ে ২০ লক্ষ টাকা চাঁদা দাবি করে। ভুক্তভোগীরা তাৎক্ষণিক ঝামেলা থেকে রেহাই পেতে বিভিন্ন উপায়ে তাদেরকে পাঁচ লক্ষ টাকা প্রদানও করেন।
ঘটনা চলাকালিন রাত আনুমানিক ৩ টার দিকে ঘটনাস্থলে পৌছায় পুলিশ ও র্যাবের যৌথ একটি চৌকস আভিযানিক দল। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে হামলাকারীরা তড়িঘড়ি করে দিগ্বিদিক ছুটে পালানোর চেষ্টাকালে ঘটনাস্থল থেকে পুলিশ চারজনকে গ্রেফতার করলেও বাকিরা পালিয়ে যেতে সক্ষম হয়। গ্রেফতারের সময় তাদের হেফাজত হতে আদায়কৃত চাঁদার ১৬ হাজার টাকা ও তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ রোমান বলেন, ঘটনায় গ্রেফতারকৃত চারজনসহ পলাতকদের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। পলাতক আসামীদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
এনআই