সিরিজ নির্ধারণী ম্যাচে আজ শ্রীলঙ্কার বিপক্ষে পাল্লেকেলেতে মাঠে নামবে বাংলাদেশ। ৩ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে বাজেভাবে হারের পর দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছিল টাইগাররা। ফলে ১-১ সমতায় থাকা এই ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ হয়ে দাঁড়িয়েছে সিরিজ নির্ধারণী।
তবে এই গুরুত্বপূর্ণ ম্যাচের চোখ রাঙাচ্ছে বৃষ্টি। আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী, আজ পাল্লেকেলেতে বৃষ্টির সম্ভাবনা প্রবল। ফলে ভেস্তে যেতে পারে এই ম্যাচ।
আবহাওয়ার পূর্বাভাস দেওয়া ওয়েবসাইট আকুওয়েদার জানিয়েছে, আজ পাল্লেকেলেতে বৃষ্টির সম্ভাবনা ৬৫ শতাংশ। বিকেলে পাল্লেকেলেতে আবহাওয়া থাকবে উষ্ণ ও আর্দ্র। তাপমাত্রা থাকবে প্রায় ৩২ ডিগ্রি সেলসিয়াস, তবে বাস্তবে অনুভূত হবে ৩৫ ডিগ্রি। এদিন আকাশে ৭০ শতাংশ মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা আছে।
পাল্লেকেলেতে অনুষ্টিত সবশেষ ৫টি ওয়ানডেতেও বৃষ্টির হানা দেখা দিয়েছিল। এর মধ্যে গত নভেম্বরে শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড সিরিজে তৃতীয় ম্যাচটি পরিত্যক্ত হয়েছিল। একই সিরিজের দ্বিতীয় ম্যাচটিতেও বৃষ্টির কারণে ওভার কমাতে হয়েছে।
এদিকে আজ দুই পরিবর্তন নিয়ে একাদশ সাজাতে পারে বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডেতে ফিল্ডিংয়ের সময় চোট পেয়েছেন নাজমুল হোসেন শান্ত। ফলে আজ তিনি একাদশে থাকবেন না। তার স্থলাভিষিক্ত হতে পারেন মোহাম্মদ নাঈম। এছাড়া এ ম্যাচে ফিরতে পারেন তাসকিন আহমেদ।
আরডি