এইমাত্র
  • বকশীগঞ্জের এক স্কুলেরই ৬৬ ছাত্র বীর মুক্তিযোদ্ধা
  • নির্বাচনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে নিরাপত্তা জোরদার
  • যমুনায় জেগে উঠেছে অসংখ্য ডুবোচর, নৌ চলাচল ব্যাহত
  • সিঙ্গাপুরের উদ্দেশে এভারকেয়ার ছাড়লেন হাদি
  • আগামীকাল সাময়িক বন্ধ থাকবে মেট্রোরেল
  • হাদি গুলিবিদ্ধের ঘটনায় গুজবে সয়লাব ফেসবুক : ফ্যাক্টওয়াচ
  • কওমী মাদ্রাসার বোর্ড পরীক্ষার সময়সূচি এগিয়ে আনা হয়েছে
  • কলম্বিয়ায় স্কুলবাস খাদে পড়ে নিহত ১৭
  • হাদির ওপর হামলায় নির্বাচনে প্রভাব পড়বে না: সিইসি
  • হাদিকে গুলি করা অভিযুক্ত মাসুদের ভারতে গিয়ে সেলফি
  • আজ সোমবার, ১ পৌষ, ১৪৩২ | ১৫ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    নোয়াখালীতে দুই দিনের বৃষ্টিতে জলাবদ্ধতা, দুর্ভোগে জনজীবন

    শাহাদাৎ বাবু, নোয়াখালী প্রতিনিধি প্রকাশ: ৮ জুলাই ২০২৫, ০২:৩৫ পিএম
    শাহাদাৎ বাবু, নোয়াখালী প্রতিনিধি প্রকাশ: ৮ জুলাই ২০২৫, ০২:৩৫ পিএম

    নোয়াখালীতে দুই দিনের বৃষ্টিতে জলাবদ্ধতা, দুর্ভোগে জনজীবন

    শাহাদাৎ বাবু, নোয়াখালী প্রতিনিধি প্রকাশ: ৮ জুলাই ২০২৫, ০২:৩৫ পিএম

    মৌসুমী বায়ুর প্রভাবে নোয়াখালীতে গেল দুই দিন ধরে টানা বৃষ্টি হচ্ছে। এতে জেলার বেশ কিছু গুরুত্বপূর্ণ সড়ক ও অলিগলির রাস্তাঘাট ডুবে গেছে। এছাড়া টানা বৃষ্টিতে দুর্ভোগে পড়েছে পথচারী ও খেটে খাওয়া মানুষ। বৃষ্টিতে অলিগলি ছাড়াও কিছু কিছু গুরুত্বপূর্ণ শাখা সড়কে এবং বাসা-বাড়িতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। গত ২৪ ঘণ্টায় নোয়াখালীতে ১২৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

    টানা বর্ষণে জেলা শহর মাইজদীর প্রেসক্লাব সড়ক, জেলা প্রশাসকের কার্যালয় সড়ক, টাউন হল মোড়, হাউসিং এলাকা, ইসলামিয়া সড়ক, মহিলা কলেজ সড়ক, জেলখানা সড়ক, মাইজদী বাজার সড়ক, হরিনারায়নপুর সড়ক, নোয়াখালী বিশ্ববিদ্যালয় কলেজ সড়কসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে সকাল থেকে সড়কে চলাচলে চরম দুর্ভোগে পড়েন শহরবাসী।

    এদিকে বৃষ্টি ও জলাবদ্ধতায় দুর্ভোগে পড়েছেন স্কুল-কলেজগামী শিক্ষার্থী ও পথচারীসহ দৈনন্দিন খেটে খাওয়া মানুষ। বৃষ্টির কারণে কাজে যোগ দিতে পারেনি দিনে এনে দিনে খাওয়া শ্রমিকেরা। রাস্তায় ঘুরে দেখা গেছে অনেকটা নিরব নিস্তব্ধ জনজীবন। আবার চাকরিজীবীদের অনেককে চাকরির সুবাদে বৃষ্টিতে ভিজে জলাবদ্ধতা ডিঙিয়ে গন্তব্যে যেতে হয়েছে।

    মঙ্গলবার (০৮ জুলাই) সকালে জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম জানান, মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ১২৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। মৌসুমী বায়ুর প্রভাবে আরও ভারী বৃষ্টি হতে পারে। এই অবস্থায় নদীবন্দরে ১ নম্বর ও সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

    স্থানীয়রা বলছেন, পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থার অভাব এবং পানি নিষ্কাশনের নালা ও জলাশয়গুলো ভরাট হয়ে যাওয়ায় শহরবাসীর এ দুর্ভোগ। কর্তৃপক্ষের উদাসীনতাকে দায়ী করছেন অনেকে। হালকা বৃষ্টিতেই নোয়াখালী পৌরসভা এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। এদিকে টানা বৃষ্টিতে নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভা এলাকার করালিয়া, মওদুদ স্কুল, কলেজ গেইট, হাসপাতাল গেইটসহ অনেক এলাকার রাস্তাঘাট পানিতে ডুবে গেছে। অপরদিকে, বেগমগঞ্জ, কবিরহাট ও সুবর্ণচর, সেনবাগ উপজেলায় মুষলধারে বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ার খবর পাওয়া গেছে।

    নোয়াখালী জেলা প্রশাসক খন্দকার ইশতিয়াক আহমেদ জানিয়েছেন, তিনি শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখেছেন। এখানে প্রধান সড়কগুলোতে জলাবদ্ধতা সৃষ্টি হয়নি। তবে নিচু স্থান হওয়ায় পাশের কিছু সড়ক পানিতে ডুবে গেছে।

    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…