এইমাত্র
  • নির্বাচনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে নিরাপত্তা জোরদার
  • যমুনায় জেগে উঠেছে অসংখ্য ডুবোচর, নৌ চলাচল ব্যাহত
  • সিঙ্গাপুরের উদ্দেশে এভারকেয়ার ছাড়লেন হাদি
  • আগামীকাল সাময়িক বন্ধ থাকবে মেট্রোরেল
  • হাদি গুলিবিদ্ধের ঘটনায় গুজবে সয়লাব ফেসবুক : ফ্যাক্টওয়াচ
  • কওমী মাদ্রাসার বোর্ড পরীক্ষার সময়সূচি এগিয়ে আনা হয়েছে
  • কলম্বিয়ায় স্কুলবাস খাদে পড়ে নিহত ১৭
  • হাদির ওপর হামলায় নির্বাচনে প্রভাব পড়বে না: সিইসি
  • হাদিকে গুলি করা অভিযুক্ত মাসুদের ভারতে গিয়ে সেলফি
  • ওসমান হাদিকে গুলির ঘটনায় আরও ২ জন আটক
  • আজ সোমবার, ১ পৌষ, ১৪৩২ | ১৫ ডিসেম্বর, ২০২৫
    জাতীয়

    গুলিস্তানে শিক্ষার্থী-আইনশৃঙ্খলা বাহিনীর ধাওয়া-পাল্টা ধাওয়া, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ২২ জুলাই ২০২৫, ০৫:৪১ পিএম
    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ২২ জুলাই ২০২৫, ০৫:৪১ পিএম

    গুলিস্তানে শিক্ষার্থী-আইনশৃঙ্খলা বাহিনীর ধাওয়া-পাল্টা ধাওয়া, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ২২ জুলাই ২০২৫, ০৫:৪১ পিএম

    রাজধানীর গুলিস্তানে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় শিক্ষার্থীরা ইট-পাটকেল নিক্ষেপ করেন। আর আইনশৃঙ্খলা বাহিনী সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে।

    মঙ্গলবার (২২ জুলাই) বিকেল ৫টার দিকে গুলিস্তানের জাতীয় স্টেডিয়াম সংলগ্ন এলাকায় এই সংঘর্ষ শুরু হয়, যা এখনো থেমে থেমে চলছে।

    এর আগে আন্দোলনরত শিক্ষার্থী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী লাঠিচার্জে সচিবালয় এলাকায় থেকে ছত্রভঙ্গ হয়ে গুলিস্তান ও শিক্ষা ভবনের দিকে অবস্থান নেয়। পরে গুলিস্তান এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরে শিক্ষার্থীরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ। এতে আবারও শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে বায়তুল মোকাররমের বিভিন্ন গলিতে অবস্থান নেন।

    মঙ্গলবার দুপুর থেকে শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার ও শিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব সিদ্দিক জোবায়েরের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।

    শিক্ষার্থীরা জানিয়েছেন, রাত ৩টার দিকে পরীক্ষা স্থগিতের সিদ্ধান্তে তারা ক্ষুব্ধ। এ জন্য তারা শিক্ষা উপদেষ্টা ও শিক্ষাসচিবের পদত্যাগ চাচ্ছেন। ২৪ ঘণ্টার মধ্যে তারা পদত্যাগ না করলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।

    সরেজমিন দেখা যায়, ঢাকা কলেজ, সিটি কলেজ, আইডিয়াল কলেজসহ ধানমন্ডির পাঁচটি কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ করছেন।

    পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ছে। এতে এখন ৫০ শিক্ষার্থী আহত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা নেয়ার খবর পাওয়া যাচ্ছে।

    এসকে/আরআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…