এইমাত্র
  • ওসমান হাদিকে গুলির ঘটনায় আরও ২ জন আটক
  • প্রসূতি মৃত্যুর ঘটনায় উপদেষ্টার দপ্তরের নির্দেশে তদন্ত শুরু
  • সাবেক বিচারপতি মেজবাহ উদ্দিন মারা গেছেন
  • বাসভবন-কার্যালয় প্রস্তুত, সিলেট হয়ে ঢাকায় ফিরবেন তারেক রহমান
  • ফটিকছড়িতে অবাধে কাটা হচ্ছে পাহাড়-টিলা-কৃষি জমি, হুমকিতে পরিবেশ
  • আনিস আলমগীর, শাওনসহ ৪জনের বিরুদ্ধে থানায় অভিযোগ
  • মেসি-শচীনের ঐতিহাসিক সাক্ষাৎ, উপহার বিনিময়
  • ওসমান হাদিকে গুলির ঘটনায় মামলা
  • হাবিবুরসহ ৮ আসামির বিরুদ্ধে যুক্তিতর্ক শুরু আজ
  • বাংলাদেশি শান্তিকর্মীদের ওপর হামলা, সুদানকে সতর্কবার্তা জাতিসংঘের
  • আজ সোমবার, ১ পৌষ, ১৪৩২ | ১৫ ডিসেম্বর, ২০২৫
    খেলা

    শেষ পর্যন্ত নিষিদ্ধ হলেন মেসি

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২৬ জুলাই ২০২৫, ০৮:১৯ এএম
    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২৬ জুলাই ২০২৫, ০৮:১৯ এএম

    শেষ পর্যন্ত নিষিদ্ধ হলেন মেসি

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২৬ জুলাই ২০২৫, ০৮:১৯ এএম

    মেজর লিগ সকারের (এমএলএস) অল স্টার ম্যাচে অংশ না নেয়ায় এক ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন ইন্টার মায়ামির দুই অভিজ্ঞ খেলোয়াড় লিওনেল মেসি ও জর্দি আলবা। ফলে বাংলাদেশ সময় রোববার (২৭ জুলাই) সকালে সিনসিনাটির বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে তাদের পাবে না ফ্লোরিডাভিত্তিক দলটি। সিএনএন

    মেসি ও আলবা ছিলেন অল স্টার ম্যাচের জন্য ঘোষিত প্রাথমিক দলে। তবে চোট না থাকলেও দুজনেই ম্যাচ থেকে নিজেদের সরিয়ে নেন, যা এমএলএসের নিয়ম অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। নিয়ম অনুযায়ী, কোনো চোট ছাড়া অল স্টার ম্যাচে না খেললে সংশ্লিষ্ট খেলোয়াড়কে পরবর্তী একটি ম্যাচে নিষিদ্ধ করা হয়।

    গত বৃহস্পতিবার (২৪ জুলাই) অনুষ্ঠিত অল স্টার ম্যাচে লিগা এমএক্স একাদশকে ৩-১ গোলে হারায় এমএলএস অল স্টাররা। মায়ামি থেকে মেসি ও আলবা ছাড়া আর কোনো খেলোয়াড় দলে জায়গা পাননি। তবে তারা দুজনই সেই ম্যাচে অংশগ্রহণ করেননি।

    মায়ামির কোচ হাভিয়ের মাসচেরানো শুরুতে আশাবাদী ছিলেন যে, নিষেধাজ্ঞার খড়গ তাদের ওপর পড়বে না। শুক্রবার (২৫ জুলাই) এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমার দল চলতি মৌসুমে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছে এবং এত বেশি সময় খেলায় মেসির মধ্যে কিছুটা অবসাদ দেখা গেছে, তবে আমাদের ভাগ্য ভালো মেসি আজ ফিরছে। আশা করি, সে দলের সঙ্গে অনুশীলন করতে পারবে এবং আগামীকালকের ম্যাচে দুজনের ওপরই আমরা ভরসা রাখতে পারব।

    কিন্তু কয়েক ঘণ্টা না যেতেই আসে আনুষ্ঠানিক নিষেধাজ্ঞার ঘোষণা। ফলে সিনসিনাটির বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠের বাইরে থাকছেন মেসি ও আলবা।

    এমএলএসে এবারের মৌসুমে দারুণ ফর্মে আছেন লিওনেল মেসি। এখন পর্যন্ত ১৭ ম্যাচে করেছেন যৌথভাবে সর্বোচ্চ ১৮ গোল, সঙ্গে ১০টি অ্যাসিস্ট। এছাড়া কনকাকাফ চ্যাম্পিয়নস কাপে খেলেছেন ছয় ম্যাচ এবং ফিফা ক্লাব বিশ্বকাপে আরও চারটি ম্যাচে অংশ নিয়েছেন এই আটবারের ব্যালন ডিঅ’র জয়ী।

    এবি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…