কক্সবাজারের চকরিয়া পৌরসভার পুকপুকুরিয়া এলাকায় মাদক সেবনের সময় ১০ জন ব্যক্তিকে আটক করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৯ জুলাই) রাত সাড়ে ১০ টার দিকে চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট রূপায়ন দেব গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন। আটককৃত মাদক সেবনকারীদেরকে কারাদণ্ড বা সাজা প্রদান করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
অভিযানে আটককৃতদের মধ্যে মো: সেলিম (৪৫)-কে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের আওতায় ৩ মাসের কারাদণ্ড প্রদান করা হয়। অন্যদিকে মো: রুবেল (২১), মো: রাজিব (২৩), মো: সাকিব (২১), নেজাম উদ্দীন (৩২), মো: বাদশা (৩২), মো: আকাশ (২৫), জসীম উদ্দীন (৪২), কামাল উদ্দীন (৬০) এবং মো: বাবুল (২১)-কে ১৫ দিন করে কারাদণ্ড দেওয়া হয়।
চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট রূপায়ণ দেব বলেন, 'মাদক কারবারি ও মাদক সেবনের কারীদের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে। মাদক কারবারি ও মাদক সেবনকারীদের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। আসুন আমরা সবাই মাদককে "না" বলি।'
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, 'রাতে মাদক সেবনের আটক যে ১০ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে, তাদেরকে থানায় রাখা হয়েছে। বুধবার সকালে তাদেরকে কারাগারে পাঠানোর ব্যবস্থা করা হবে। আজ অভিযানের সময় উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটকে সার্বিক সহযোগিতা করেছে চকরিয়া থানার পুলিশ।'
এনআই