মালয়েশিয়ার পাহাং রাজ্যের কুয়ান্তান মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তিনজন বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই প্রবাসী।
শুক্রবার (০১ আগস্ট) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কুয়ান্তান–কুয়ালালামপুর মহাসড়কের (LPT-1) ২০০.৮ কিলোমিটার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মো. সাবের হাসান (৩০), মো. জাহিদ হাসান (২১) এবং আবদুল্লাহ (২৪)। আহতদের নাম মো. হাবিব বিশ্বাস (৪৫) ও মনিরাম চন্দ্র বস (৪০)। আহতদেরকে কুয়ান্তানের তেংকু আম্পুয়ান আফজান হাসপাতালে (HTAA) ভর্তি করা হয়েছে।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা যায়, পাঁচ যাত্রী নিয়ে একটি Toyota Avanza গাড়িটি কুয়ান্তান থেকে কুয়ালালামপুরের দিকে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পড়ে যায়। দুর্ঘটনার তীব্রতায় গাড়িটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তিনজন প্রাণ হারান।
পাহাং রাজ্য ট্রাফিক পুলিশের প্রধান সুপারিন্টেনডেন্ট মোহাম্মদ আদলি মাত দাউদ সংবাদমাধ্যমকে জানান, ‘গাড়িটি সম্ভবত স্কিড করে সড়কের পাশে পড়ে যায়। নিহতদের সবাই বাংলাদেশি নাগরিক। গাড়িটির বৈধ ড্রাইভিং লাইসেন্স ছিল না এবং গাড়ির রোড ট্যাক্স গত মে মাসে মেয়াদোত্তীর্ণ হয়েছে।’
তিনি আরও জানান, ‘এই ঘটনায় রোড ট্রান্সপোর্ট অ্যাক্ট ১৯৮৭ এর ধারা ৪১(১) অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে।’
এদিকে দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে আসে। নিহতদের মরদেহ আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে দেশে পাঠানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।
উল্লেখ্য, মালয়েশিয়ার LPT-1 মহাসড়কটি পূর্ব উপকূল অঞ্চলে অন্যতম ব্যস্ত রুট, যেখানে প্রায়ই প্রাণঘাতী দুর্ঘটনা ঘটে থাকে।
এআই