এইমাত্র
  • বকশীগঞ্জের এক স্কুলেরই ৬৬ ছাত্র বীর মুক্তিযোদ্ধা
  • নির্বাচনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে নিরাপত্তা জোরদার
  • যমুনায় জেগে উঠেছে অসংখ্য ডুবোচর, নৌ চলাচল ব্যাহত
  • সিঙ্গাপুরের উদ্দেশে এভারকেয়ার ছাড়লেন হাদি
  • আগামীকাল সাময়িক বন্ধ থাকবে মেট্রোরেল
  • হাদি গুলিবিদ্ধের ঘটনায় গুজবে সয়লাব ফেসবুক : ফ্যাক্টওয়াচ
  • কওমী মাদ্রাসার বোর্ড পরীক্ষার সময়সূচি এগিয়ে আনা হয়েছে
  • কলম্বিয়ায় স্কুলবাস খাদে পড়ে নিহত ১৭
  • হাদির ওপর হামলায় নির্বাচনে প্রভাব পড়বে না: সিইসি
  • হাদিকে গুলি করা অভিযুক্ত মাসুদের ভারতে গিয়ে সেলফি
  • আজ সোমবার, ১ পৌষ, ১৪৩২ | ১৫ ডিসেম্বর, ২০২৫
    বিনোদন

    হিরো আলমকে তালাক দেবেন রিয়া মনি, বিয়ে করতে চান ম্যাক্স অভিকে

    বিনোদন ডেস্ক প্রকাশ: ৭ আগস্ট ২০২৫, ০২:৫৬ পিএম
    বিনোদন ডেস্ক প্রকাশ: ৭ আগস্ট ২০২৫, ০২:৫৬ পিএম

    হিরো আলমকে তালাক দেবেন রিয়া মনি, বিয়ে করতে চান ম্যাক্স অভিকে

    বিনোদন ডেস্ক প্রকাশ: ৭ আগস্ট ২০২৫, ০২:৫৬ পিএম

    স্ত্রী রিয়া মনির সঙ্গে সম্পর্কের টানাপোড়েনে দীর্ঘদিন ধরেই হতাশায় ভুগছিলেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। একপর্যায়ে হতাশ হয়ে আত্মহত্যার চেষ্টাও করেন তিনি। সেই সময় সবাইকে চমকে দিয়ে তার পাশে এসে দাঁড়ান তৃতীয় স্ত্রী রিয়া মনি। সেবায়, যত্নে তাকে সুস্থ করে তোলেন তিনি। সম্পর্ক স্বাভাবিক হওয়ার ইঙ্গিত মিললেও ফের ছন্দপতন ঘটেছে এই আলোচিত দম্পতির জীবনে। হিরো আলমকে তালাক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন রিয়া মনি।

    বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে সংবাদমাধ্যমকে রিয়া মনি বলেন, হিরো আলম আামাকে দেওয়া প্রতিজ্ঞা ভঙ্গ করেছে। সে আত্মহত্যার নাটক করেছে, আমি তাঁর কাছে ফিরে গেলাম, গিয়ে দেখি তাঁর মধ্যে কোনো পরিবর্তন নেই। সে আগের মতোই আছে। একবার মিথিলার কাছে যায়, একবার ইতির কাছে যায়।'

    তবে বিষয়টি শুধু সম্পর্কের টানাপোড়েনেই থেমে নেই। বৃহস্পতিবার (৭ আগস্ট) মধ্যরাতে সামাজিক যোগাযোগমাধ্যমে হিরো আলম কিছু ভিডিও প্রকাশ করেন, যেখানে দাবি করা হয়, রিয়া মনি ও মডেল ম্যাক্স অভি কক্সবাজারের একটি আবাসিক হোটেলে অবস্থান করছেন।

    এই অভিযোগের বিষয়ে সত্যতা স্বীকার করে রিয়া মনি বলেন, 'হ্যাঁ, আমি ও ম্যাক্স অভি কক্সবাজারে একটি কাজে এসেছি। তবে ঢাকায় ফিরে আমি হিরো আলমকে ডিভোর্স দেব। কারণ সে প্রতিশ্রুতি ভেঙেছে। কদিন আগে বগুড়া যাওয়ার কথা বলে সে গিয়েছিল ইতির কাছে। আমার কাছে এর ভিডিওও আছে, চাইলে দিতে পারি।'

    রিয়া মনি আরও অভিযোগ করেন, হিরো আলম বহু নারীর সঙ্গে সম্পর্ক রেখেছেন। অথচ তার কাছে প্রতিশ্রুতি ছিল, এসব থেকে তিনি সরে আসবেন।

    তিনি বলেন, 'একদিন হিরো আলম বলল, সে বগুড়ায় যাবে। সেজেগুজে বের হলো। পরে জানতে পারলাম, সে বগুড়া গেছে ইতিকে নিয়ে। বলেন এটা কি কেউ মেনে নেবে?’

    এই প্রসঙ্গে রিয়া মনি বলেন, তিনি এখন ম্যাক্স অভিকেই জীবনসঙ্গী করার সিদ্ধান্ত নিয়েছেন। বলেন, আমি হিরো আলমকে তালাক দেব। তারপর হাতে তিন মাস সময় থাকবে। এই তিন মাসে অভিকে আমি দেখব। যদি মনে হয় তার সঙ্গে থাকা যায়, তাহলে আমি অভিকে বিয়ে করব।’

    এর আগে হিরো আলম তার ফেসবুকে একাধিক পোস্ট দেন। এক পোস্টে বলেন, 'রিয়া মনি মাঝে মাঝে হোটেলে রাত কাটাতেন আমাকে ডিভোর্স না দিয়ে। অবৈধ পরকীয়া করে আবারও তার প্রমান হলো। কক্সবাজার আজকে ধরা পড়েছে হোটেলে অভির সাথে।’ এ সময় তিনি একটি হোটেল রুমের ভিডিও প্রকাশ করেন, যেখানে রিয়া মনি ও অভিকে একসঙ্গে দেখা যায়।

    পরে হিরো আলম সংবাদমাধ্যমকে বলেন, 'রিয়ামনি আগের সব কিছুর জন্য ক্ষমা চেয়েছিল, আমিও ক্ষমা করে দিয়েছিলাম। সে বলেছিল, ‘চলো বগুড়ায় চলে যাই’। আমি বাড়ি খুঁজে বগুড়ায় চলে আসি। এরপর সে অভির সঙ্গে কক্সবাজার চলে যায়। আমি গিয়ে তাদের পাইনি। তারা আগেই পালিয়ে যায়।'

    এসকে/আরআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…