এইমাত্র
  • আরও দুই নেতাকে সুখবর দিল বিএনপি
  • পুলিশকে অত্যন্ত সতর্ক থাকার নির্দেশ
  • আশ্রয়প্রার্থীদের জন্য কঠোর হচ্ছে ইউরোপ, না ছাড়লে হবে জেল
  • চীনের কাছে ভারতীয়দের নিশানা না করার আশ্বাস চায় ভারত
  • জাপানে শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি
  • জাপানে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামির আঘাত
  • নাগরিকদের চীন ভ্রমণ নিয়ে সতর্কতা জারি ভারতের
  • বিশ্বরেকর্ড গড়ার প্রত্যয়ে বিজয় দিবসে সর্বাধিক পতাকা হাতে প্যারাস্যুটিং
  • ফেইসবুক পোস্টে কমেন্টকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৫
  • জুনিয়র হকি বিশ্বকাপের চ্যালেঞ্জার ট্রফি বাংলাদেশের
  • আজ মঙ্গলবার, ২৪ অগ্রহায়ণ, ১৪৩২ | ৯ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    গাজীপুরে প্রকাশ্যে সাংবাদিককে কুপিয়ে ও গলা কেটে হত্যা

    রাসেল শেখ, গাজীপুর সদর প্রতিনিধি প্রকাশ: ৭ আগস্ট ২০২৫, ১০:১১ পিএম
    রাসেল শেখ, গাজীপুর সদর প্রতিনিধি প্রকাশ: ৭ আগস্ট ২০২৫, ১০:১১ পিএম

    গাজীপুরে প্রকাশ্যে সাংবাদিককে কুপিয়ে ও গলা কেটে হত্যা

    রাসেল শেখ, গাজীপুর সদর প্রতিনিধি প্রকাশ: ৭ আগস্ট ২০২৫, ১০:১১ পিএম

    গাজীপুরে প্রকাশ্যে অস্ত্র নিয়ে ধাওয়া করে মো. আসাদুজ্জামান তুহিন (৩৮) নামে এক সাংবাদিককে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঘটনার সময় একটি চায়ের দোকানে বসে ছিলেন ওই সাংবাদিক।

    বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে মহানগরীর ব্যস্ততম চান্দনা চৌরাস্তায় মসজিদ মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।

    নিহত আসাদুজ্জামান তুহিন দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুরের স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন। তিনি ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার ভাটিপাড়া গ্রামের হাসান জামালের ছেলে। তুহিন পরিবার নিয়ে চান্দনা চৌরাস্তা এলাকায় বাস করতেন।

    স্থানীয় সূত্রে জানা গেছে, রাত সাড়ে ৮টার দিকে সাংবাদিক তুহিন মসজিদ মার্কেটের সামনে একটি চায়ের দোকানে বসে চা পান করছিলেন। এ সময় কয়েকজন সন্ত্রাসী হঠাৎ তাকে ঘিরে ধরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এবং গলা কেটে নৃশংসভাবে হত্যা করে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। হামলার পুরো ঘটনাটি ঘটে পথচারী ও দোকানিদের সামনেই।

    তুহিনের ব্যক্তিগত ফেসবুক প্রোফাইল ঘেঁটে দেখা গেছে, হত্যার কিছু সময় আগে, রাত ৮টার দিকে তিনি একটি ভিডিও পোস্ট করে লেখেন, ‘যেমন খুশি তেমন রাস্তা পার হওয়ার দৃশ্য। গাজীপুর চৌরাস্তা।’ এর দুই ঘণ্টা আগে তিনি জয়দেবপুর রেলগেট এলাকার একটি ড্রেনেজ সমস্যার ছবি পোস্ট করে লিখেছিলেন, 'জয়দেবপুরে যাঁরা যাতায়াত করেন, এই রাস্তাটুকু আপনাদের চেনা। ড্রেন সংস্কার না করায় এত সুন্দর রাস্তা নষ্ট হয়ে যাচ্ছে। কর্তৃপক্ষের অবহেলায় জনগণের সম্পদ নষ্ট হচ্ছে।’

    এ বিষয়ে বাসন থানার ওসি শাহীন খান বলেন, খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। কী কারণে এ খুনের ঘটনা ঘটেছে জানার চেষ্টা চলছে।

    প্রসঙ্গত, ঘটনার পর স্থানীয় সূত্র থেকে পাওয়া প্রাথমিক তথ্যের বরাতে জানা যায় যে, বিকেলে ফুটপাত ও দোকানপাট থেকে চাঁদাবাজি নিয়ে লাইভ করেছিলেন তুহিন। তবে পরবর্তীতে তাঁর প্রোফাইল ও কর্মরত গণমাধ্যমে এমন কোনো লাইভের তথ্য পাওয়া যায়নি। এ কারণে পূর্বের তথ্য সংশোধন করা হয়েছে।

    এদিকে প্রকাশ্যে সাংবাদিক তুহিনকে নৃশংসভাবে হত্যার ঘটনায় সাংবাদিক সমাজে চরম ক্ষোভ ও শোকের ছায়া নেমে এসেছে।

    এফএস/আরআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…