বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া আর হলিউড তারকা নিক জোনাস দম্পতিকে দর্শক ভীষণ পছন্দ করেন। তারা বড় বড় অনুষ্ঠানে ম্যাচিং পোশাকে হাজির হন। শুধু তাই নয়, বিয়ের আগে নিকের প্রায় ডজন খানেক প্রেমিকা (যে তালিকায় আছেন মাইলি সাইরাস, সেলেনা গোমেজ, কেন্ডেল জেনার, অলিভিয়া কাপলো, কেট হাডসন, লিলি কলিনস, জর্জিয়া ফ্লাওয়ারের মতো বিশ্ববিখ্যাত তারকারা) থাকলেও প্রিয়াঙ্কাকে বিয়ের পর নিক আদর্শ স্বামীর মতো সব দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করে থাকেন।
স্ত্রীর প্রতি ভালোবাসা, স্ত্রীকে সর্বদা সমর্থন করা এবং স্ত্রীকে নিয়ে গর্বিত হওয়ার বিষয়গুলো বরাবরই দেখা যায় নিক জোনাসের মধ্যে। এই জুটির কন্যা মালতি মেরী জোনাসের মুখের আধ আধ কথাও বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। বাবা ও চাচাদের ব্যান্ডদল ‘জোনাস ব্রাদার্স’কে মালতি ডাকে ‘ডোনাট ব্রাদার্স’ নামে!
তার এই ডাক এতোটাই জনপ্রিয়তা পেয়েছে যে, বর্তমানে নিক-প্রিয়াঙ্কা যেখানেই যান সেখানেই এই প্রসঙ্গটি উঠে আসে।
সম্প্রতি নিক ও তার দুই ভাই অর্থাৎ ব্যান্ডদল ‘জোনাস ব্রাদার্স’ একটি পডকাস্টে অংশ নিয়েছেন। সেখানে র্যাপিড ফায়ার পর্বে নিককে কিছু প্রশ্ন করা হয়।
তারমধ্যে একটি প্রশ্ন, ‘এমন একজন ব্যক্তির নাম বলুন যার সঙ্গে মৃত্যুর আগের খাবারটি একসঙ্গে খেতে চান?’ নিক উত্তর দেন, ‘অবশ্যই আমার স্ত্রী’। এরপর তিনি বাড়িয়ে বলেন, ‘আমি পরজন্মে বিশ্বাস করি। যদি সেটি হয় সেদিনও আমার সঙ্গী হিসেবে আমার স্ত্রীকেই (প্রিয়াঙ্কা চোপড়া) চাই।’
এরপর নিককে জিজ্ঞেস করা হয়, ‘নিজের অন্ত্যেষ্টিক্রিয়ায় কোন গানটি বাজলে ভালো লাগবে?’ নিক এক মুহূর্তও না ভেবে উত্তর দেন, ‘ডিজনি প্লাসের ‘হাউ টু বিলিভ’ গানটি। কারণ এটি আমার কন্যা মাঝেমধ্যেই গেয়ে ওঠে। এটা আমার জীবনের সেরা ঘটনা।’
সবশেষে তাকে জিজ্ঞেস করা হয়, ‘জীবনের সবচেয়ে বড় ভয় কী?’ নিক জানান, ‘আমি সব সময় ভাবি কখনোই যেন বন্ধুবান্ধব ও আমার পরিবারকে হতাশ না করি।’
এইচএ