ভোলার মনপুরায় চাঁদাবাজি ও মারধরের ঘটনায় দায়ের করা মামলায় মো. তানভীর হাওলাদার (২৫) নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক।
রবিবার (১০ আগস্ট) দুপুরে অভিযান চালিয়ে উপজেলার হাজিরহাট ইউনিয়নের দাসের হাওলা মাছঘাট থেকে তাকে গ্রেফতার করা হয়।
এর আগে, দ্বীপংকর চন্দ্র দাস নামের এক ব্যবসায়ীর কাছ থেকে চাঁদাবাজি ও তাকে মারধরের অভিযোগ এনে তানভীরের বিরুদ্ধে মনপুরা থানায় একটি মামলা দায়ের করলে আজ পুলিশ তাকে গ্রেফতার করে।
গ্রেফতার তানভীর হাওলাদার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও হাজিরহাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুল মান্নান হাওলাদার এর ছেলে।
জানা যায়, দলীয় পদপদবী ব্যবহার করে তানভীর দীর্ঘদিন যাবত উশৃঙ্খল আচরণ করে আসছেন। এর পাশাপাশি তিনি চাঁদাবাজি করতেন। সবশেষ, গেল ৯ আগস্ট স্থানীয় দ্বীপংকর চন্দ্র দাস নামের এক মাছের আড়ৎদার থেকে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। দাবীকৃত চাঁদা না পেয়ে ওই ব্যবসায়ীর উপর হামলা করে তার ঘর ভাঙচুর করে কোলেস্টেরল টাকা ৩৬ হাজার টাকার মূল্যের ইলিশ মাছ ছিনিয়ে নেয়। এসময় তিনি বাধা দিলে তাকেও মারধর করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
মনপুরা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. ইকরাম কবির সময়ের কণ্ঠস্বরকে জানান, তানভীর দীর্ঘদিন ধরে চাঁদাবাজির সাথে জড়িত। তাকে এর আগে কয়েকবার চাঁদাবাজিতে নিষেধ করলেও সে শুনেনি। শুনলাম আজ চাঁদাবাজির অভিযোগে পুলিশ তাকে গ্রেফতার করেছে।
তিনি আরও জানান, জেলা কমিটিকে তার বিষয়টি জানিয়ে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। আমাদের ছাত্রদলে কোনো চাঁদাবাজদের ঠাঁই হবে না।
মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসান কবির বলেন, ভুক্তভোগীর করা মামলার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় তার সঙ্গে জড়িতদের খুঁজে পেতে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আগামীকাল তাকে আদালতে পাঠানো হবে।
এনআই