রংপুরে তারাগঞ্জ উপজেলায় শ্বশুর ও জামাতাকে হত্যার ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার (১০ আগস্ট) নিহত রূপলালের স্ত্রী শ্রীমতি মালতী রাণী বাদী হয়ে তারাগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার নাম্বার - ৪।
এ ঘটনায় পুলিশ ও যৌথ বাহিনী ৪ জনকে রবিবার রাতে গ্রেপ্তার করেছে। তারা হলেন- সয়ার ইউনিয়নের বালাপুর গ্রামের আলিফ উদ্দিনের পুত্র আক্তারুল ইসলাম, একই গ্রামের আজিজুলের পুত্র ইবাদত হোসেন, খান সাহেবপাড়ার আইয়ুব আলীর পুত্র মিজানুর রহমান ও সয়ার ইউনিয়নের রফিকুল।
গত ৯ আগস্ট রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সয়ার ইউনিয়নের বুড়িহাট বটতল নামক স্থানে গণপিটুনিতে রূপলাল (৫০) ও তার ভাগ্নি জামাই প্রদীপকে (৪৮) চোর সন্দেহে মারপিট করলে ঘটনাস্থলেই মারা যায় রূপলাল। পরে তাঁর জামাই প্রদীপ রবিবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে মারা যায়।
তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ ফারুক বলেন, '৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে আদালতের মাধ্যমে রংপুর জেল হাজতে প্রেরণ করা হবে।'
এআই