জামালপুরের বকশীগঞ্জে ৮ জন শিক্ষক জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি করেছেন। তারা বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের পূর্ব বাঙ্গালপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক। জিডিতে তারা একই স্কুলের প্রধান শিক্ষক আব্দুল মান্নানসহ ৫ জনকে বিবাদী করেছেন।
জানা যায়, বকশীগঞ্জ উপজেলার পূর্ব বাঙ্গালপাড়া উচ্চ বিদ্যালয়ের অর্থনৈতিক বিষয় নিয়ে প্রধান শিক্ষক আব্দুল মান্নান ও ৮ জন সহকারী শিক্ষকের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে প্রধান শিক্ষক আব্দুল মান্নান উত্তেজিত হয়ে আসাদুজ্জামান, হারুন অর রশিদ, তানভীর আহমেদ, রুহুল আমীন, সিদ্দিকুর রহমান, রাশেদুজ্জামান, নূর উদ্দিন ও জামাল উদ্দিন নামে ৮ জন শিক্ষককে লাঞ্চিত ও অশালীন আচরণ করেন। লাঞ্চিত ৮ জনই পূর্ব বাঙ্গালপাড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
এ বিষয়ে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হওয়ার পর লাঞ্চিত ৮ জন শিক্ষক ঘটনার বিচারের দাবিতে বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ দায়েরের পরই ৮ জন শিক্ষকের প্রতি ক্ষুব্ধ হয়ে প্রধান শিক্ষক আব্দুল মান্নান ও তার সমর্থকরা লাঞ্চিত শিক্ষকদের প্রাণনাশের হুমকি দেন। প্রধান শিক্ষক ও তার লোকজনের হুমকির মুখে উল্লেখিত ৮ জন শিক্ষক জীবনের নিরাপত্তা চেয়ে বকশীগঞ্জ থানায় জিডি করেছেন।
এ ব্যাপারে সিনিয়র শিক্ষক আসাদুজ্জামান জানান, প্রধান শিক্ষক ও তার সমর্থকদের হুমকির মুখে আমাদের জীবন ঝুঁকিপূর্ণ। তাই জীবনের নিরাপত্তা চেয়ে ৮ জন শিক্ষক জিডি করতে বাধ্য হয়েছি।
এ ব্যাপারে অভিযুক্ত প্রধান শিক্ষক আব্দুল মান্নান জানান, স্কুলের অভ্যন্তরীণ একটি বিষয় সমাধান করতে গিয়ে স্বাভাবিক আচরণের কিছুটা ব্যতিক্রম হয়েছে। তারা লিখিত অভিযোগ দিয়েছেন। কর্তৃপক্ষের সিদ্ধান্ত আমি মেনে নেব। তবে প্রাণনাশের হুমকি দেওয়া হয়নি।
বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ খন্দকার শাকের আহমেদ জানান, জিডির তদন্ত চলমান আছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পিএম