এইমাত্র
  • বকশীগঞ্জের এক স্কুলেরই ৬৬ ছাত্র বীর মুক্তিযোদ্ধা
  • নির্বাচনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে নিরাপত্তা জোরদার
  • যমুনায় জেগে উঠেছে অসংখ্য ডুবোচর, নৌ চলাচল ব্যাহত
  • সিঙ্গাপুরের উদ্দেশে এভারকেয়ার ছাড়লেন হাদি
  • আগামীকাল সাময়িক বন্ধ থাকবে মেট্রোরেল
  • হাদি গুলিবিদ্ধের ঘটনায় গুজবে সয়লাব ফেসবুক : ফ্যাক্টওয়াচ
  • কওমী মাদ্রাসার বোর্ড পরীক্ষার সময়সূচি এগিয়ে আনা হয়েছে
  • কলম্বিয়ায় স্কুলবাস খাদে পড়ে নিহত ১৭
  • হাদির ওপর হামলায় নির্বাচনে প্রভাব পড়বে না: সিইসি
  • হাদিকে গুলি করা অভিযুক্ত মাসুদের ভারতে গিয়ে সেলফি
  • আজ সোমবার, ১ পৌষ, ১৪৩২ | ১৫ ডিসেম্বর, ২০২৫
    বিনোদন

    ‘প্রেমের সম্পর্কে রয়েছেন জয়া’

    বিনোদন ডেস্ক প্রকাশ: ১১ আগস্ট ২০২৫, ০৩:১০ পিএম
    বিনোদন ডেস্ক প্রকাশ: ১১ আগস্ট ২০২৫, ০৩:১০ পিএম

    ‘প্রেমের সম্পর্কে রয়েছেন জয়া’

    বিনোদন ডেস্ক প্রকাশ: ১১ আগস্ট ২০২৫, ০৩:১০ পিএম
    ছবি: সংগৃহীত

    দেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান শুধু বাংলাদেশেই নয়, ওপার বাংলাতেও সমানভাবে জনপ্রিয়। সাম্প্রতিক সময়ে পশ্চিমবঙ্গে মুক্তি পেয়েছে তাঁর অভিনীত দুটি সিনেমা—‘ডিয়ার মা’ ও ‘পুতুলনাচের ইতিকথা’। প্রচারণার কাজে ব্যস্ত এই সময়েই ভারতের একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খুললেন তিনি।

    সেখানকার ‘ইনডালজ এক্সপ্রেস’ নামে একটি ইউটিউব চ্যানেলে সাক্ষাৎকার দিয়েছেন এই অভিনেত্রী। কাজ ছাড়াও ব্যক্তিজীবন নিয়েও কথা বলেন। এ আলাপচারিতায় প্রথমবার জানিয়েছেন—প্রেমের সম্পর্কে রয়েছেন জয়া আহসান। শুধু তাই নয়, তারা একসঙ্গে আছেন বলেও জানান এই অভিনেত্রী।

    অনেক দিন ধরে কি কারও সঙ্গে সম্পর্কে আছেন? প্রশ্নের জবাবে জয়ার সোজাসাপটা উত্তর, ‘হ্যাঁ, আমার জীবনেও কেউ আছে। মানুষ তো একা থাকতে পারে না। আমরা বহু বছর ধরেই একসঙ্গে আছি। তবে তিনি শোবিজ ইন্ডাস্ট্রির কেউ নন।’

    প্রেমিকের প্রতি ভালোবাসার কারণ ব্যাখ্যা করে জয়া বলেন, ‘পার্টনার হওয়ার আগে বন্ধু হওয়াটা খুব জরুরি। সারাজীবন যেন বন্ধু হয়ে থাকতে পারি, সেটাই বড় বিষয়। আমার অনেক অত্যাচার তিনি সহ্য করেন। অভিনয়ের কারণে আমি প্রচুর ভ্রমণ করি, যেমন এখন কলকাতায় কাজ করছি। তিনি এসব কিছুই মনে করেন না, বরং আমাকে সাপোর্ট করেন। এটাই সবচেয়ে ইতিবাচক দিক।’

    জয়া জানান, তিনি ও তাঁর সঙ্গী দুজনেই ব্যক্তিগত জীবন আড়াল করে রাখতে পছন্দ করেন। বললেন, ‘আমি যেমন প্রাইভেট পারসন, তিনিও তেমনই। আমরা নিজেদের মতো থাকতে ভালোবাসি। তিনি খুব শান্ত, আমিও তেমন। এই মিল থেকেই আমাদের সম্পর্ক গভীর হয়েছে।’

    যদিও দীর্ঘদিনের সম্পর্কে আছেন, তবু এখনই বিয়ে নিয়ে ভাবছেন না জয়া আহসান। তাঁর ভাষায়, ‘এ বিষয়ে আমি এখনই কিছু বলতে পারছি না। তাড়াতাড়ি ইচ্ছে হবে কি-না জানি না, কিংবা আদৌ ইচ্ছে আছে কি-না তাও জানি না। বিয়ে করে একসঙ্গে থাকার বিষয়টাকে আমি শ্রদ্ধা করি, কিন্তু এখনও কোনো সিদ্ধান্ত নিইনি।’

    বিয়ে নিয়ে ভয় কাজ করে কিনা—প্রশ্নের উত্তরে জয়া বলেন, ‘এখানে প্রস্তুতির কোনো বিষয় নেই। তবে হ্যাঁ, আমার ভেতরে একটা ভীতি আছে। আগের সম্পর্কের অভিজ্ঞতার কারণেও এমনটা হতে পারে।’

    ব্যক্তিগত জীবনে মডেল ফয়সালের সঙ্গে ঘর বেঁধেছিলেন জয়া আহসান। ২০১১ সালে ১৩ বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন তারা। বিয়েবিচ্ছেদের পর অভিনয় ক্যারিয়ার যেন নতুন করে শুরু করেন জয়া। কিন্তু ব্যক্তিগত জীবন নিয়ে তাকে কথা বলতে দেখা যায় না বললেই চলে।

    এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…