মোংলা নদী পারাপারে ঘাট ও পল্টুন নির্মাণ না করার কারণে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে, বিভিন্ন ওয়ার্ডের উন্নয়নমূলক কাজ বাধাগ্রস্ত হচ্ছে, মোংলা পোর্ট পৌরসভার নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে অবহেলা, মোংলা পোর্ট পৌরসভার রাস্তাঘাটগুলি দ্রুত সংস্কারের দাবি এবং পৌরসভার নির্বাহী প্রকৌশলী এস এম হাবিবুল্লাহর অপসারণের দাবীতে মানববন্ধন করেছে পৌরবাসী।
সোমবার (১১ আগস্ট) বেলা সাড়ে ১১টায় পৌর মার্কেট চত্বরে 'মোংলার সর্বস্তরের জনগণ' এর ব্যানারে এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ মানববন্ধনে অংশ নেয়।
মানববন্ধনে অংশ নেয়া বক্তারা বলেন, বিগত সরকারের সময় মোংলায় কোন রাস্তাঘাটের উন্নয়ন হয়নি। রাস্তা সংস্কারের নামে হরিলুট চলেছে। পৌরসভার সাবেক দুর্নীতিবাজ মেয়র আব্দুর রহমান ও অসাধু নির্বাহী প্রকৌশলী হাবিবুল্লাহ লক্ষ লক্ষ টাকা লুটপাট করেছে। মেয়র পলাতক থাকলেও প্রকৌশলী হাবিবুল্লাহ এখনো পৌরসভায় বহাল তবিয়তে অপকর্ম চালিয়ে যাচ্ছে।
বক্তারা আরো বলেন, মোংলা পৌরসভায় উন্নয়নে ঠিকাদারির মাধ্যমে যে কাজ হয়, তা নির্বাহী প্রকৌশলী হাবিবুল্লাহ পৌর কর্মচারী দিয়েই করান। মানববন্ধন থেকে অবিলম্বে পৌরসভার দায়িত্ব থেকে হাবিবুল্লাহর অপসারণ দাবি করা হয়।
এ বিষয়ে পৌরসভার নির্বাহী প্রকৌশলী এস এম হাবিবুল্লাহ বলেন, মানববন্ধন করা তাদের অধিকার। আমার যে পরিষদ রয়েছে, তারা তালিকা তৈরী করে যেভাবে সিদ্ধান্ত নিবে, তার পরেই আমাদের কাজ। আমি এ পরিষদের বাইরে কোন কাজ করতে পারি না।
মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- পৌর সাবেক কাউন্সিলর মো. আলাউদ্দিন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. গোলাম নুর জনি, পৌর শ্রমিকদলের সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান, পৌর ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম সহ স্থানীয়রা।
এআই