বাংলাদেশের ইসলামী সঙ্গীত ইতিহাসে এক অনন্য রেকর্ড গড়লেন তরুণ গীতিকার হোসাইন নূর। তাঁর লেখা ৫০টি নাশিদ ইউটিউবে মিলিয়ন ভিউয়ের মাইলফলক অতিক্রম করেছে। মাত্র কয়েক বছরের মধ্যে অর্জিত এই সাফল্য বাংলাদেশের ইসলামী সঙ্গীত অঙ্গনে বিরল ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে।
হোসাইন নূরের লেখা নাশিদ শুধু অনলাইনে নয়, দেশের গ্রামগঞ্জের হাটে-মাঠেও সমান জনপ্রিয়। ইতিমধ্যেই ১৭০ জনের বেশি শিল্পী তাঁর লেখা ৩২৩টি গানে কণ্ঠ দিয়েছেন, যাদের মধ্যে আছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী থেকে শুরু করে নতুন প্রজন্মের তারকারাও।
এই সাফল্যের খবর ফেসবুকে শেয়ার করার পর ভক্ত ও শ্রোতাদের ভালোবাসায় ভেসেছেন তিনি। আখী আল মাহমুদ নামে একজন মন্তব্য করেন— “বাংলা ইসলামী সঙ্গীতের আর কোন রচয়িতা তার তারুণ্যে এমন বিরল সফলতা ছুঁইতে পেরেছে কি-না জানি না। আপনার রচনাগুলো খুবই সমৃদ্ধ হয়ে ওঠেছে। ভালোবাসা প্রিয় ভাই।”
এস এ সায়েম নামে আর একজন লেখেন— “আপনি আমাদের গর্ব। আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিক।”
ভক্ত ও শ্রোতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে হোসাইন নূর বলেন— “আলহামদুলিল্লাহ, এই অর্জন শুধু আমার নয়—এটা আমাদের সবার। যাঁরা গেয়েছেন, সুর করেছেন, সাউন্ড ডিজাইন ও ভিডিও নির্মাণ করেছেন, আর যাঁরা শুনে ছড়িয়ে দিয়েছেন—সকলের প্রতি কৃতজ্ঞতা"।
এইচএ