সিরাজগঞ্জের উল্লাপাড়ায় করতোয়া নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়া স্কুলছাত্র রাকিব হোসেন (১৪) এর লাশ ভেসে উঠেছে।
সোমবার (১১ আগস্ট) দুপুর ২টার দিকে সোনতলা নদীতে নিখোঁজের ঘটনাস্থল থেকে ১০০ মিটার দূরে লাশ ভেসে ওঠে। পরে পরিবারের লোকজন শিক্ষার্থী রাকিবের মরদেহ উদ্ধার করে নিয়ে যায়। রাকিব উল্লাপাড়ার বালসাবাড়ী হাজী আমিনুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী এবং পাইকপাড়া গ্রামের আব্দুল আওয়ালের ছেলে।
এর আগে রবিবার (১০ আগস্ট) দুপুরে সোনতলা সড়ক সেতুর পাশে করতোয়া নদীতে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত উদ্ধার অভিযান চালায়, কিন্তু ব্যর্থ হয়ে চলে যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাকিব কয়েকজন বন্ধুর সঙ্গে নদীতে গোসল করতে নামে। সাঁতার না জানায় কিছুক্ষণ পরই সে তলিয়ে যায়। বন্ধুরা ও আশপাশের লোকজন উদ্ধারের চেষ্টা চালালেও ব্যর্থ হন।
উল্লাপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন লিডার আসাদুজ্জামান বলেন, 'গতকাল তারা ফায়ার সার্ভিসের ডুবুরি দল দিয়ে অভিযান করেও খুঁজে পায়নি।'
এআই