এইমাত্র
  • নির্বাচনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে নিরাপত্তা জোরদার
  • যমুনায় জেগে উঠেছে অসংখ্য ডুবোচর, নৌ চলাচল ব্যাহত
  • সিঙ্গাপুরের উদ্দেশে এভারকেয়ার ছাড়লেন হাদি
  • আগামীকাল সাময়িক বন্ধ থাকবে মেট্রোরেল
  • হাদি গুলিবিদ্ধের ঘটনায় গুজবে সয়লাব ফেসবুক : ফ্যাক্টওয়াচ
  • কওমী মাদ্রাসার বোর্ড পরীক্ষার সময়সূচি এগিয়ে আনা হয়েছে
  • কলম্বিয়ায় স্কুলবাস খাদে পড়ে নিহত ১৭
  • হাদির ওপর হামলায় নির্বাচনে প্রভাব পড়বে না: সিইসি
  • হাদিকে গুলি করা অভিযুক্ত মাসুদের ভারতে গিয়ে সেলফি
  • ওসমান হাদিকে গুলির ঘটনায় আরও ২ জন আটক
  • আজ সোমবার, ১ পৌষ, ১৪৩২ | ১৫ ডিসেম্বর, ২০২৫
    খেলা

    চ্যাম্পিয়নস লিগ শুরুর আগেই বার্সেলোনায় শাস্তির হিড়িক

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ১১ আগস্ট ২০২৫, ০৫:৩৭ পিএম
    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ১১ আগস্ট ২০২৫, ০৫:৩৭ পিএম

    চ্যাম্পিয়নস লিগ শুরুর আগেই বার্সেলোনায় শাস্তির হিড়িক

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ১১ আগস্ট ২০২৫, ০৫:৩৭ পিএম
    ছবি: সংগৃহীত

    ২০২৪-২৫ মৌসুমে চ্যাম্পিয়নস লিগে হ্যান্সি ফ্লিকের নেতৃত্বে দুর্দান্ত পারফরম্যান্স করেছে বার্সেলোনা। তবে শেষ পর্যন্ত সেমিফাইনালে ইন্টার মিলানের কাছে হেরে বিদায় নিতে হয়েছে তাদের। গত মৌসুমে না পারলেও চলতি মৌসুমে চ্যাম্পিয়নস লিগ জয়ের প্রত্যয় ব্যক্ত করেছেন বার্সেলোনা কোচ।

    চ্যাম্পিয়নস লিগের ২০২৫-২৬ মৌসুম শুরু হতে এখনও বাকি আছে এক মাসেরও বেশি সময়। আর এই নতুন মৌসুমের প্রথম ম্যাচেই ডাগআউটে দেখা যাবে না বার্সেলোনার প্রধান কোচ হ্যান্সি ফ্লিককে। ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা তাঁকে এক ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছে। পাশাপাশি শাস্তি পেয়েছেন তাঁর সহকারী কোচ, এমনকি দুই তরুণ তারকা ফুটবলারও।

    উয়েফার কন্ট্রোল, এথিকস অ্যান্ড ডিসিপ্লিনারি বডি (সিইডিবি) জানিয়েছে, গত মৌসুমে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে ইন্টার মিলানের বিপক্ষে দ্বিতীয় লেগে রেফারির সিদ্ধান্ত নিয়ে অসদাচরণ করেছিলেন ফ্লিক। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে রেফারি শিমন মার্সিনিয়াককে প্রকাশ্যে সমালোচনাও করেন বার্সা কোচ। এর জেরেই তাঁকে ও সহকারী কোচ মারকুস সোর্গকে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে উয়েফা।

    একই ম্যাচে ‘ডোপিং কন্ট্রোল পোস্ট’-এ না যাওয়ার কারণে পাঁচ হাজার ইউরো জরিমানা গুনতে হচ্ছে বার্সার দুই উইঙ্গার লামিনে ইয়ামাল ও রাফিনিয়াকে। তবে তারা কোনো নিষেধাজ্ঞার মুখে পড়েননি, ফলে চ্যাম্পিয়নস লিগে খেলায় বাধা নেই।

    গত ঘরোয়া ট্রেবল জিতেছে বার্সেলোনা। জিতেছে লা লিগা, কোপা দেল রে ও স্প্যানিশ সুপার কাপ। কিন্তু ইউরোপের মঞ্চে আরও একবার ব্যর্থতার গল্পই লিখেছে তারা। চ্যাম্পিয়নস লিগ শিরোপা অধরাই থেকে গেছে।

    তবু নতুন মৌসুমকে সামনে রেখে আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে বার্সেলোনা। প্রস্তুতি ম্যাচে ইতালিয়ান ক্লাব কোমোকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা। জোড়া গোল করেছেন তরুণ মিডফিল্ডার ফেরমিন লোপেজ। একটি করে গোল এসেছে ইয়ামাল, রাফিনিয়া ও জোয়াও ফেলিক্সের পা থেকে।

    আগামী শনিবার (১৬ আগস্ট) লা লিগার নতুন মৌসুম শুরু করছে বার্সা। তাদের প্রথম প্রতিপক্ষ মায়োর্কা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায়।

    চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্ব মাঠে গড়াবে ১৬ সেপ্টেম্বর থেকে। তবে শুরুর আগেই ফ্লিককে ডাগআউটে না পাওয়ার খবর যে ক্লাবের প্রস্তুতিতে কিছুটা হলেও ছায়া ফেলবে, তা বলাই যায়।

    আরডি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…