মাত্র পাঁচ বল খেলেই ওয়ানডে ম্যাচ জিতে গেল একটি দল! শুনতে অবিশ্বাস্য লাগলেও এমনটি ঘটেছে আর্জেন্টিনা ও কানাডার মধ্যকার এক ম্যাচে। আমেরিকা অঞ্চলের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনাকে মাত্র ২৩ রানে গুটিয়ে যায় আর্জেন্টিনা। আর এ রান টপকাতে কানাডা ব্যবহার করেছে মাত্র ৫ বল।
রোববার (১০ আগস্ট) যুক্তরাষ্ট্রের জর্জিয়ার পরম বীর স্পোর্টস কমপ্লেক্সে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে ব্যাটিং নেয় আর্জেন্টিনা অনূর্ধ্ব–১৯। আগে ব্যাট করতে নেমে ১৯.৪ ওভারে অলআউট হয়ে যায় মাত্র ২৩ রানে। সাতজন ব্যাটারই ফিরেছেন ‘গোল্ডেন ডাক’ নিয়ে।
কানাডার হয়ে ধ্বংসযজ্ঞ চালান ডানহাতি পেসার জগমানদীপ পাল। ৫ ওভারে ৩ মেডেনসহ মাত্র ৭ রান দিয়ে তুলে নিয়েছেন আর্জেন্টিনার ৬ উইকেট।
ছোট লক্ষ্য তাড়া করতে নেমে কানাডার জাতীয় দলে খেলা ও অনূর্ধ্ব–১৯ দলের অধিনায়ক যুবরাজ সামরা প্রথম চার বলেই দুই চার আর দুই ছক্কা মেরে একাই ম্যাচ শেষ করে দেন। অন্য প্রান্তে ধর্ম প্যাটেল ছিলেন ১ রানে অপরাজিত।
তবে এমন ভরাডুবির পরও যুব ওয়ানডেতে সবচেয়ে কম রানে অলআউট হওয়ার রেকর্ডটা আর্জেন্টিনার নয়। ওই রেকর্ড স্কটল্যান্ডের—২০০৪ অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২২ রানে গুটিয়ে গিয়েছিল তারা। সেই ম্যাচে অস্ট্রেলিয়া জিতেছিল ৩.৫ ওভারেই, যা এখনো যুব ওয়ানডেতে দ্রুততম রান তাড়ার রেকর্ড। এর কারণ কানাডা–আর্জেন্টিনা ম্যাচটির যুব ওয়ানডে মর্যাদা ছিল না। থাকলে আর্জেন্টিনার ২৩ রানের ইনিংস হতো ইতিহাসের দ্বিতীয় সর্বনিম্ন যুব ওয়ানডে স্কোর, আর কানাডার ৫ বলে জয় হতো দ্রুততম রান তাড়া!
এই জয়েই বাছাইপর্বে এখন ২ ম্যাচে ১ জয় নিয়ে দ্বিতীয় স্থানে আছে কানাডা। অন্যদিকে ২ ম্যাচ জিতে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র।
আরডি