কক্সবাজারের উখিয়ায় মাছ ধরতে গিয়ে খালে ডুবে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (১১ আগস্ট) উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের লম্বরী মোহনা এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত যুবক মো. হাসেম (৩৫) লম্বরী পাড়ার বাসিন্দা আবদুল আলীর ছেলে।
জানা যায়, তিনি পরিশ্রমী ও সদালাপী একজন মানুষ ছিলেন। প্রতিদিনের মতো এ দিনও চাচা-সম্পর্কিত আবুল হাছিমের সঙ্গে রেজু খালে মাছ ধরতে গিয়েছিলেন। হঠাৎ খালে পানির প্রবল স্রোতে পড়ে যান হাসেম। চাচা হাছিম প্রাণপণ চেষ্টা করেও তাঁকে উদ্ধার করতে পারেননি।
প্রত্যক্ষদর্শীরা জানান, স্রোতের তোড়ে ভেসে যাওয়ার পর হাসেমকে কিছুক্ষণ পর উদ্ধার করা হলেও তখন তাঁর আর জীবিত থাকার সম্ভাবনা ছিল না। এ ঘটনার পর আবুল হাছিমও সংজ্ঞা হারান। পরে তাঁকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে জ্ঞান ফিরে আসে। তবে ভাতিজার মৃত্যুতে বাকরুদ্ধ হয়ে পড়েন তিনি।
ঘটনার বিষয়ে ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ দুর্জয় সরকার বলেন, বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আরডি