বাধ্যতামূলক চোখের পরীক্ষায় ব্যর্থ হলে ৭০ বছর বয়সী ব্যক্তিদের গাড়ি চালানো বন্ধ হতে পারে। ইংল্যান্ড ও ওয়েলসে চালক আইন পরিবর্তনের কারণে এমন পদক্ষেপ আসতে পারে। খবর বিবিসি
স্কটল্যান্ডের আইন অনুসারে ব্রিটেনের এই দুই অঞ্চলে মদ্যপ অবস্থায় গাড়ি চালানো কমাতে এবং সিটবেল্ট না বাঁধলে জরিমানা আরোপ করারও বিধান রাখা হতে পারে।
চালকের দুর্বল দৃষ্টিশক্তির কারণে সড়ক দুর্ঘটনায় চারজন নিহতের ঘটনায় তদন্তকারীরা অভিযোগ করেন, ইউরোপের মধ্যে সবচেয়ে দুর্বল লাইসেন্স ব্যবস্থা যুক্তরাজ্যে। এরপরই নড়েচড়ে বসেছে প্রশাসন।
বর্তমান নিরাপত্তা ব্যবস্থা কার্যকর হচ্ছে না বলে মনে করছেন মন্ত্রীরা। এজন্য আগামী শরতে প্রকাশিত হতে যাওয়া নতুন সড়ক নিরাপত্তা আইনে নতুন এই বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হবে।
সড়ক দুর্ঘটনায় নিহতদের একটি পরিসংখ্যান উল্লেখ করে সরকারি সূত্র বিবিসিকে জানিয়েছে, অন্য কোনো ঘটনায় যদি ১৬০০ মানুষের মৃত্যু হত তাহলে আমরা সেটা কোনো ভাবেই মেনে নিতাম না। যেখানে হাজার হাজার আহত মানুষের সংখ্যা রয়েছে। তাদের পেছনে সরকারের প্রতি বছর ২ বিলিয়ন ইউরো খরচ হচ্ছে।