এইমাত্র
  • নির্বাচনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে নিরাপত্তা জোরদার
  • যমুনায় জেগে উঠেছে অসংখ্য ডুবোচর, নৌ চলাচল ব্যাহত
  • সিঙ্গাপুরের উদ্দেশে এভারকেয়ার ছাড়লেন হাদি
  • আগামীকাল সাময়িক বন্ধ থাকবে মেট্রোরেল
  • হাদি গুলিবিদ্ধের ঘটনায় গুজবে সয়লাব ফেসবুক : ফ্যাক্টওয়াচ
  • কওমী মাদ্রাসার বোর্ড পরীক্ষার সময়সূচি এগিয়ে আনা হয়েছে
  • কলম্বিয়ায় স্কুলবাস খাদে পড়ে নিহত ১৭
  • হাদির ওপর হামলায় নির্বাচনে প্রভাব পড়বে না: সিইসি
  • হাদিকে গুলি করা অভিযুক্ত মাসুদের ভারতে গিয়ে সেলফি
  • ওসমান হাদিকে গুলির ঘটনায় আরও ২ জন আটক
  • আজ সোমবার, ১ পৌষ, ১৪৩২ | ১৫ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    সাবেক চৌগাছা পৌর মেয়রের ১ বছরের জেল

    বিল্লাল হোসেন, যশোর প্রতিনিধি প্রকাশ: ১২ আগস্ট ২০২৫, ১২:৪০ এএম
    বিল্লাল হোসেন, যশোর প্রতিনিধি প্রকাশ: ১২ আগস্ট ২০২৫, ১২:৪০ এএম

    সাবেক চৌগাছা পৌর মেয়রের ১ বছরের জেল

    বিল্লাল হোসেন, যশোর প্রতিনিধি প্রকাশ: ১২ আগস্ট ২০২৫, ১২:৪০ এএম

    যশোরের চৌগাছা পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের নেতা নুর উদ্দীন আল মামুন হিমেলকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। চেক ডিজঅনার মামলায় গত ২৫ জুন অতিরিক্ত যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত এই সাজা প্রদান করলেও ১০ আগস্ট বিষয়টি ফাঁস হয়। কারাদণ্ডের পাশাপাশি চেকের সমপরিমাণ অর্থ ফেরত দেওয়ার আদেশ দিয়েছেন আদালত।

    ন্যাশনাল ব্যাংকের চৌগাছা শাখার ব্যবস্থাপক মোস্তফা রহমান জানান, চৌগাছা পৌরসভার সাবেক মেয়র মো. নুর উদ্দীন আল মামুন ইটের ব্যবসা দেখিয়ে এক কোটি ৬০ লাখ টাকা লোন নিয়েছিলেন। তার মধ্যে কিছু টাকা তিনি পরিশোধ করেন। এক কোটি ৩০ লাখ ৯০ হাজার ২০ টাকা অনাদায়ী হয়ে যায়। বারবার নোটিশ করার পরও তিনি লোনের টাকা পরিশোধ করেননি। পরে একটি চেক দেন। কিন্তু সেই চেকে টাকা ছিল না। চেকটি ডিজঅনার হয়ে যায়। তাই টাকা আদায়ের জন্য ন্যাশনাল ব্যাংক কর্তৃপক্ষ ২০২০ সালে হিমেলের বিরুদ্ধে চেক ডিজঅনার মামলা করে।

    তিনি আরও জানান, ওই মামলায় ২০২৫ সালের ২৫ জুন রায় হয়। রায়ে হিমেলকে এক বছরের কারাদণ্ডসহ চেকের সমপরিমাণ অর্থ ফেরত দেওয়ার জন্য বলা হয়।

    উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে নুর উদ্দীন আল মামুন হিমেল আত্মগোপনে রয়েছেন।সাবেক চৌগাছা পৌর মেয়রের ১ বছরের জেল

    যশোরের চৌগাছা পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের নেতা নুর উদ্দীন আল মামুন হিমেলকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। চেক ডিজঅনার মামলায় গত ২৫ জুন অতিরিক্ত যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত এই সাজা প্রদান করলেও ১০ আগস্ট বিষয়টি ফাঁস হয়। কারাদণ্ডের পাশাপাশি চেকের সমপরিমাণ অর্থ ফেরত দেওয়ার আদেশ দিয়েছেন আদালত।

    ন্যাশনাল ব্যাংকের চৌগাছা শাখার ব্যবস্থাপক মোস্তফা রহমান জানান, চৌগাছা পৌরসভার সাবেক মেয়র মো. নুর উদ্দীন আল মামুন ইটের ব্যবসা দেখিয়ে এক কোটি ৬০ লাখ টাকা লোন নিয়েছিলেন। তার মধ্যে কিছু টাকা তিনি পরিশোধ করেন। এক কোটি ৩০ লাখ ৯০ হাজার ২০ টাকা অনাদায়ী হয়ে যায়। বারবার নোটিশ করার পরও তিনি লোনের টাকা পরিশোধ করেননি। পরে একটি চেক দেন। কিন্তু সেই চেকে টাকা ছিল না। চেকটি ডিজঅনার হয়ে যায়। তাই টাকা আদায়ের জন্য ন্যাশনাল ব্যাংক কর্তৃপক্ষ ২০২০ সালে হিমেলের বিরুদ্ধে চেক ডিজঅনার মামলা করে।

    তিনি আরও জানান, ওই মামলায় ২০২৫ সালের ২৫ জুন রায় হয়। রায়ে হিমেলকে এক বছরের কারাদণ্ডসহ চেকের সমপরিমাণ অর্থ ফেরত দেওয়ার জন্য বলা হয়।

    উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে নুর উদ্দীন আল মামুন হিমেল আত্মগোপনে রয়েছেন।

    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…