যশোরের চৌগাছা পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের নেতা নুর উদ্দীন আল মামুন হিমেলকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। চেক ডিজঅনার মামলায় গত ২৫ জুন অতিরিক্ত যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত এই সাজা প্রদান করলেও ১০ আগস্ট বিষয়টি ফাঁস হয়। কারাদণ্ডের পাশাপাশি চেকের সমপরিমাণ অর্থ ফেরত দেওয়ার আদেশ দিয়েছেন আদালত।
ন্যাশনাল ব্যাংকের চৌগাছা শাখার ব্যবস্থাপক মোস্তফা রহমান জানান, চৌগাছা পৌরসভার সাবেক মেয়র মো. নুর উদ্দীন আল মামুন ইটের ব্যবসা দেখিয়ে এক কোটি ৬০ লাখ টাকা লোন নিয়েছিলেন। তার মধ্যে কিছু টাকা তিনি পরিশোধ করেন। এক কোটি ৩০ লাখ ৯০ হাজার ২০ টাকা অনাদায়ী হয়ে যায়। বারবার নোটিশ করার পরও তিনি লোনের টাকা পরিশোধ করেননি। পরে একটি চেক দেন। কিন্তু সেই চেকে টাকা ছিল না। চেকটি ডিজঅনার হয়ে যায়। তাই টাকা আদায়ের জন্য ন্যাশনাল ব্যাংক কর্তৃপক্ষ ২০২০ সালে হিমেলের বিরুদ্ধে চেক ডিজঅনার মামলা করে।
তিনি আরও জানান, ওই মামলায় ২০২৫ সালের ২৫ জুন রায় হয়। রায়ে হিমেলকে এক বছরের কারাদণ্ডসহ চেকের সমপরিমাণ অর্থ ফেরত দেওয়ার জন্য বলা হয়।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে নুর উদ্দীন আল মামুন হিমেল আত্মগোপনে রয়েছেন।সাবেক চৌগাছা পৌর মেয়রের ১ বছরের জেল
যশোরের চৌগাছা পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের নেতা নুর উদ্দীন আল মামুন হিমেলকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। চেক ডিজঅনার মামলায় গত ২৫ জুন অতিরিক্ত যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত এই সাজা প্রদান করলেও ১০ আগস্ট বিষয়টি ফাঁস হয়। কারাদণ্ডের পাশাপাশি চেকের সমপরিমাণ অর্থ ফেরত দেওয়ার আদেশ দিয়েছেন আদালত।
ন্যাশনাল ব্যাংকের চৌগাছা শাখার ব্যবস্থাপক মোস্তফা রহমান জানান, চৌগাছা পৌরসভার সাবেক মেয়র মো. নুর উদ্দীন আল মামুন ইটের ব্যবসা দেখিয়ে এক কোটি ৬০ লাখ টাকা লোন নিয়েছিলেন। তার মধ্যে কিছু টাকা তিনি পরিশোধ করেন। এক কোটি ৩০ লাখ ৯০ হাজার ২০ টাকা অনাদায়ী হয়ে যায়। বারবার নোটিশ করার পরও তিনি লোনের টাকা পরিশোধ করেননি। পরে একটি চেক দেন। কিন্তু সেই চেকে টাকা ছিল না। চেকটি ডিজঅনার হয়ে যায়। তাই টাকা আদায়ের জন্য ন্যাশনাল ব্যাংক কর্তৃপক্ষ ২০২০ সালে হিমেলের বিরুদ্ধে চেক ডিজঅনার মামলা করে।
তিনি আরও জানান, ওই মামলায় ২০২৫ সালের ২৫ জুন রায় হয়। রায়ে হিমেলকে এক বছরের কারাদণ্ডসহ চেকের সমপরিমাণ অর্থ ফেরত দেওয়ার জন্য বলা হয়।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে নুর উদ্দীন আল মামুন হিমেল আত্মগোপনে রয়েছেন।
এনআই