এইমাত্র
  • আরও দুই নেতাকে সুখবর দিল বিএনপি
  • পুলিশকে অত্যন্ত সতর্ক থাকার নির্দেশ
  • আশ্রয়প্রার্থীদের জন্য কঠোর হচ্ছে ইউরোপ, না ছাড়লে হবে জেল
  • চীনের কাছে ভারতীয়দের নিশানা না করার আশ্বাস চায় ভারত
  • জাপানে শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি
  • জাপানে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামির আঘাত
  • নাগরিকদের চীন ভ্রমণ নিয়ে সতর্কতা জারি ভারতের
  • বিশ্বরেকর্ড গড়ার প্রত্যয়ে বিজয় দিবসে সর্বাধিক পতাকা হাতে প্যারাস্যুটিং
  • ফেইসবুক পোস্টে কমেন্টকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৫
  • জুনিয়র হকি বিশ্বকাপের চ্যালেঞ্জার ট্রফি বাংলাদেশের
  • আজ মঙ্গলবার, ২৪ অগ্রহায়ণ, ১৪৩২ | ৯ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    সাবেক চৌগাছা পৌর মেয়রের ১ বছরের জেল

    বিল্লাল হোসেন, যশোর প্রতিনিধি প্রকাশ: ১২ আগস্ট ২০২৫, ১২:৪০ এএম
    বিল্লাল হোসেন, যশোর প্রতিনিধি প্রকাশ: ১২ আগস্ট ২০২৫, ১২:৪০ এএম

    সাবেক চৌগাছা পৌর মেয়রের ১ বছরের জেল

    বিল্লাল হোসেন, যশোর প্রতিনিধি প্রকাশ: ১২ আগস্ট ২০২৫, ১২:৪০ এএম

    যশোরের চৌগাছা পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের নেতা নুর উদ্দীন আল মামুন হিমেলকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। চেক ডিজঅনার মামলায় গত ২৫ জুন অতিরিক্ত যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত এই সাজা প্রদান করলেও ১০ আগস্ট বিষয়টি ফাঁস হয়। কারাদণ্ডের পাশাপাশি চেকের সমপরিমাণ অর্থ ফেরত দেওয়ার আদেশ দিয়েছেন আদালত।

    ন্যাশনাল ব্যাংকের চৌগাছা শাখার ব্যবস্থাপক মোস্তফা রহমান জানান, চৌগাছা পৌরসভার সাবেক মেয়র মো. নুর উদ্দীন আল মামুন ইটের ব্যবসা দেখিয়ে এক কোটি ৬০ লাখ টাকা লোন নিয়েছিলেন। তার মধ্যে কিছু টাকা তিনি পরিশোধ করেন। এক কোটি ৩০ লাখ ৯০ হাজার ২০ টাকা অনাদায়ী হয়ে যায়। বারবার নোটিশ করার পরও তিনি লোনের টাকা পরিশোধ করেননি। পরে একটি চেক দেন। কিন্তু সেই চেকে টাকা ছিল না। চেকটি ডিজঅনার হয়ে যায়। তাই টাকা আদায়ের জন্য ন্যাশনাল ব্যাংক কর্তৃপক্ষ ২০২০ সালে হিমেলের বিরুদ্ধে চেক ডিজঅনার মামলা করে।

    তিনি আরও জানান, ওই মামলায় ২০২৫ সালের ২৫ জুন রায় হয়। রায়ে হিমেলকে এক বছরের কারাদণ্ডসহ চেকের সমপরিমাণ অর্থ ফেরত দেওয়ার জন্য বলা হয়।

    উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে নুর উদ্দীন আল মামুন হিমেল আত্মগোপনে রয়েছেন।সাবেক চৌগাছা পৌর মেয়রের ১ বছরের জেল

    যশোরের চৌগাছা পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের নেতা নুর উদ্দীন আল মামুন হিমেলকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। চেক ডিজঅনার মামলায় গত ২৫ জুন অতিরিক্ত যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত এই সাজা প্রদান করলেও ১০ আগস্ট বিষয়টি ফাঁস হয়। কারাদণ্ডের পাশাপাশি চেকের সমপরিমাণ অর্থ ফেরত দেওয়ার আদেশ দিয়েছেন আদালত।

    ন্যাশনাল ব্যাংকের চৌগাছা শাখার ব্যবস্থাপক মোস্তফা রহমান জানান, চৌগাছা পৌরসভার সাবেক মেয়র মো. নুর উদ্দীন আল মামুন ইটের ব্যবসা দেখিয়ে এক কোটি ৬০ লাখ টাকা লোন নিয়েছিলেন। তার মধ্যে কিছু টাকা তিনি পরিশোধ করেন। এক কোটি ৩০ লাখ ৯০ হাজার ২০ টাকা অনাদায়ী হয়ে যায়। বারবার নোটিশ করার পরও তিনি লোনের টাকা পরিশোধ করেননি। পরে একটি চেক দেন। কিন্তু সেই চেকে টাকা ছিল না। চেকটি ডিজঅনার হয়ে যায়। তাই টাকা আদায়ের জন্য ন্যাশনাল ব্যাংক কর্তৃপক্ষ ২০২০ সালে হিমেলের বিরুদ্ধে চেক ডিজঅনার মামলা করে।

    তিনি আরও জানান, ওই মামলায় ২০২৫ সালের ২৫ জুন রায় হয়। রায়ে হিমেলকে এক বছরের কারাদণ্ডসহ চেকের সমপরিমাণ অর্থ ফেরত দেওয়ার জন্য বলা হয়।

    উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে নুর উদ্দীন আল মামুন হিমেল আত্মগোপনে রয়েছেন।

    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…