চাঁদপুরের ফরিদগঞ্জে প্রবাসী বাবু গাজী (২৪) কে ধারালো অস্ত্র দিয়ে গলায় আঘাত করে হত্যা করেছে চাচা হাসান গাজী।
সোমবার (১১ আগস্ট) দুপুরে উপজেলার সুবিদপুর ইউনিয়নের বড় গাঁও গ্রামে গাজী বাড়িতে এ ঘটনা ঘটে।
এলাকাবাসীর সূত্রে জানা যায়, প্রবাসে পাওনা টাকার জন্য হাসান এবং বাবু গাজীর মধ্যে বাকবিতণ্ডা হয়। এ সময় হাসান ও তার দুই ছেলে উত্তেজিত হয়ে বাবু গাজী, তার পিতা রৌশন আলী গাজী ও ছোট ভাই আরমান গাজীকে কুপিয়ে গুরুতর জখম করে। এ সময় ঘটনাস্থলেই বাবু গাজী মারা যায়।
পরে ঘাতক হাসান পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় জনতা তাকে আটকে রেখে পুলিশের হাতে তুলে দেয়। এছাড়াও ঘটনাস্থল থেকে ঘাতকের স্ত্রী মিমকে আটক করে ফরিদগঞ্জ থানা পুলিশ। এদিকে গুরুতর আহত এমরানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
অভিযুক্ত ঘাতক হাসানের ছেলে শাকিল গাজী ও রাকিব গাজী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
নিহতের স্ত্রী সূত্রে জানা যায়, তার স্বামী মাত্র ১৫ দিন আগে দেশে এসেছেন। প্রবাসে পাওনা টাকার জন্য হাসানের সঙ্গে বাবু গাজীর বিরোধ ছিল। পাওনা টাকা বিদেশে থেকেই পরিশোধ করেছে বলে জানান তিনি। অথচ তার জন্য তার স্বামীকে হত্যা করা হয়েছে।
ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ আলম জানান, হত্যাকাণ্ডের ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। এছাড়াও নিহতের পরিবার মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান তিনি।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান জানান, হামলাকারীদের মধ্যে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্ত দুইজন পলাতক রয়েছে। পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এনআই