চট্টগ্রামের সীতাকুণ্ডে পাহাড়ের গাছে ঝুলন্ত অবস্থায় এক অজ্ঞাত (৫০) যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১২ আগস্ট) সন্ধ্যা ৬টার সময় উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের মাটিটা সংলগ্ন গহীন পাহাড় থেকে গাছে ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যা ছয়টার দিকে স্থানীয় লোকজন পাহাড়ের একটি গাছের উপর গলায় ফাঁস দেওয়া এক ব্যক্তির লাশ ঝুলছে দেখে পুলিশকে খবর দেয়। স্থানীয়রা পুলিশকে খবর দিলে ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির একটি টিম ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেন। লাশের গায়ে পরনে ছিল একটি লুঙ্গি ও শার্ট।
ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহেল রানা বলেন, 'ভাটিয়ারী ইউনিয়নে পাহাড়ে গাছে গলায় ফাঁস লাগানো এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। কিন্তু তার নাম পরিচয় পাওয়া যায়নি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।'
এনআই