গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার প্রতিবাদে দিনাজপুরের বিরামপুরে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার সাংবাদিকবৃন্দের আয়োজনে মঙ্গলবার (১২ জুলাই) সকাল সাড়ে ১০ টায় শহরের ঢাকা মোড়ে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে সাংবাদিকরা বলেন, 'প্রকাশ্যে একজন পেশাদার সাংবাদিককে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা শুধু একটি হত্যাকাণ্ড নয়, এটি পুরো সাংবাদিক সমাজের নিরাপত্তার ওপর সরাসরি আঘাত।'
এসময় উপস্থিত ছিলেন বিরামপুর, নবাবগঞ্জ ও হাকিমপুর উপজেলার সাংবাদিকবৃন্দ, চাইল্ড কেয়ার ক্যাডেট একাডেমির অধ্যক্ষ মুশফিকুর রহমানসহ অন্যরা।
এসআর