ঠাকুরগাঁও শহরের হাজীপাড়া এলাকায় একটি ক্লিনিকের গ্যারেজ থেকে মোটরসাইকেল চুরির ঘটনায় তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের মধ্যে একজন স্থানীয়ভাবে ‘জুলাই যোদ্ধা’ হিসেবে পরিচিত।
গতকাল বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর) রাতে অভিযান পরিচালনা করে ঠাকুরগাঁও শহর থেকে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন, ঠাকুরগাঁও পৌরসভার শাহাপাড়া এলাকার আবুল কালামের পুত্র নুর আলম হৃদয় (২৮), যিনি এলাকায় জুলাই যোদ্ধা হিসেবে পরিচিত। অন্য দুজন হলেন, ঠাকুরগাঁও পৌরসভার মুন্সিপাড়ার মোজাহারুল ইসলামের পুত্র রিয়াদ হাসান মাসুদ (২৪) এবং পঞ্চগড় জেলার দেবিগঞ্জ থানার সবুজপাড়া এলাকার সুরুজ আলীর ছেলে সজীব হোসেন সাজ্জাদ (২২)।
পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, গত ৪ সেপ্টেম্বর ভোরে হাজীপাড়া এলাকায় দেশ এক্সরে ক্লিনিক অ্যান্ড প্যাথোলজির পেছনের গ্যারেজে মোটরসাইকেলটি রেখে কাজ শুরু করেন মালিক। সন্ধ্যায় গিয়ে দেখেন, তাঁর হিরো হোন্ডা মোটরসাইকেল (ঠাকুরগাঁও হ-১১-৬৩৯৪) নেই। অনেক খোঁজাখুঁজির পরও না পেয়ে থানায় অভিযোগ করেন।
অভিযোগের ভিত্তিতে সদর থানায় মামলা রুজু হয়। পরে পুলিশ ঘটনাস্থল ও আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে এবং সোর্সের দেওয়া তথ্যের ভিত্তিতে রিয়াদ ও নুর আলম হৃদয়কে গ্রেপ্তার করে।
জিজ্ঞাসাবাদে তাঁরা মোটরসাইকেল চুরির কথা স্বীকার করেন এবং দেবীগঞ্জ এলাকায় বিক্রি করে দেওয়ার তথ্য দেন। পরে সদর থানার পুলিশ দেবীগঞ্জ থানার সহযোগিতায় সেখানে অভিযান চালিয়ে সজীব হোসেন সাজ্জাদকে গ্রেপ্তার করে।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরোয়ার আলম খান বলেন, গ্রেপ্তার হওয়া তিনজনকে আদালতে পাঠানো হয়েছে। চুরি যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে।
আরডি