এইমাত্র
  • নির্বাচনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে নিরাপত্তা জোরদার
  • যমুনায় জেগে উঠেছে অসংখ্য ডুবোচর, নৌ চলাচল ব্যাহত
  • সিঙ্গাপুরের উদ্দেশে এভারকেয়ার ছাড়লেন হাদি
  • আগামীকাল সাময়িক বন্ধ থাকবে মেট্রোরেল
  • হাদি গুলিবিদ্ধের ঘটনায় গুজবে সয়লাব ফেসবুক : ফ্যাক্টওয়াচ
  • কওমী মাদ্রাসার বোর্ড পরীক্ষার সময়সূচি এগিয়ে আনা হয়েছে
  • কলম্বিয়ায় স্কুলবাস খাদে পড়ে নিহত ১৭
  • হাদির ওপর হামলায় নির্বাচনে প্রভাব পড়বে না: সিইসি
  • হাদিকে গুলি করা অভিযুক্ত মাসুদের ভারতে গিয়ে সেলফি
  • ওসমান হাদিকে গুলির ঘটনায় আরও ২ জন আটক
  • আজ সোমবার, ১ পৌষ, ১৪৩২ | ১৫ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    ফরিদপুরে মেয়েকে ধর্ষণের দায়ে নরপিশাচ বাবার আমৃত্যু কারাদণ্ড

    নাজমুল হাসান নিরব, ফরিদপুর প্রতিনিধি প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৫৩ পিএম
    নাজমুল হাসান নিরব, ফরিদপুর প্রতিনিধি প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৫৩ পিএম

    ফরিদপুরে মেয়েকে ধর্ষণের দায়ে নরপিশাচ বাবার আমৃত্যু কারাদণ্ড

    নাজমুল হাসান নিরব, ফরিদপুর প্রতিনিধি প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৫৩ পিএম

    ফরিদপুরে মেয়েকে ধর্ষণের দায়ে এক নরপিশাচ বাবাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুর ২টা ১৫ মিনিটে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন এ আদেশ দেন।

    রায় ঘোষণার সময় আমৃত্যু দণ্ডপ্রাপ্ত আসামি আব্দুল ওয়াহাব মোল্লা (৪২) আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পর তাকে পুলিশ প্রহরায় জেলা কারাগারে পাঠানো হয়।

    বাদী (মেয়ের মা) এজাহারে উল্লেখ করেন, ২০০৭ সালে তার সদরের কৃষ্ণনগর এলাকার আব্দুল ওয়াহাব মোল্লার সঙ্গে বিয়ে হয়। তাদের দুটি কন্যা সন্তান জন্ম নেয়। ২০২০ সালে দাম্পত্য জীবনের ইতি ঘটে এবং বাদী অন্যত্র বিয়ে করেন। তবে দুই মেয়ে কখনো মায়ের কাছে, কখনো বাবার কাছে থাকত।

    বাদীর বড় মেয়ে (বর্তমানে ১৫) বাবার বাড়িতে অবস্থানকালে বারবার ধর্ষণের শিকার হয়। প্রথমদিকে বিষয়টি জানালেও কেউ বিশ্বাস করেনি। ২০২১ থেকে ২০২৩ সাল পর্যন্ত টানা দুই বছর মেয়েটি নির্যাতনের শিকার হয়। সর্বশেষ ২০২৩ সালের ১৩ ফেব্রুয়ারি ঘটনাটি ঘটলে মেয়ে মাকে বিষয়টি জানায়। ডাক্তারি পরীক্ষায় ধর্ষণের প্রমাণ মেলে।

    পরে বাদী ২০২৩ সালের ১৫ ফেব্রুয়ারি ফরিদপুর কোতোয়ালি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত করে কোতোয়ালি থানার উপপরিদর্শক সোহানা আক্তার ২০২৩ সালের ২৪ আগস্ট আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

    সরকারি কৌঁসুলি (পিপি) গোলাম রাব্বানী ভূঁইয়া বলেন, আদালতে আসামির অপরাধ প্রমাণিত হওয়ায় তাকে আমৃত্যু কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে আসামির স্থাবর ও অস্থাবর সম্পত্তি বিক্রি করে প্রশাসনের মাধ্যমে ভুক্তভোগীকে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

    তিনি আরও বলেন, এটি একটি ন্যাক্কারজনক ঘটনা। বাবার কাছে যদি মেয়ের নিরাপত্তা না থাকে, তবে সমাজ কোথায় গিয়ে দাঁড়াবে? এই রায় একটি দৃষ্টান্ত হয়ে থাকবে।

    এসকে/আরআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…