এইমাত্র
  • সাবেক বিচারপতি মেজবাহ উদ্দিনের প্রতি শ্রদ্ধা জানিয়ে অর্ধবেলা বন্ধ সুপ্রিম কোর্ট
  • ওসমান হাদিকে গুলির ঘটনায় আরও ২ জন আটক
  • প্রসূতি মৃত্যুর ঘটনায় উপদেষ্টার দপ্তরের নির্দেশে তদন্ত শুরু
  • সাবেক বিচারপতি মেজবাহ উদ্দিন মারা গেছেন
  • বাসভবন-কার্যালয় প্রস্তুত, সিলেট হয়ে ঢাকায় ফিরবেন তারেক রহমান
  • ফটিকছড়িতে অবাধে কাটা হচ্ছে পাহাড়-টিলা-কৃষি জমি, হুমকিতে পরিবেশ
  • আনিস আলমগীর, শাওনসহ ৪জনের বিরুদ্ধে থানায় অভিযোগ
  • মেসি-শচীনের ঐতিহাসিক সাক্ষাৎ, উপহার বিনিময়
  • ওসমান হাদিকে গুলির ঘটনায় মামলা
  • হাবিবুরসহ ৮ আসামির বিরুদ্ধে যুক্তিতর্ক শুরু আজ
  • আজ সোমবার, ১ পৌষ, ১৪৩২ | ১৫ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    ভোলায় মেয়ে হত্যার দায়ে পিতার ৭ বছরের কারাদণ্ড

    মো. সবুজ, ভোলা প্রতিনিধি প্রকাশ: ২১ অক্টোবর ২০২৫, ০৯:৫৪ পিএম
    মো. সবুজ, ভোলা প্রতিনিধি প্রকাশ: ২১ অক্টোবর ২০২৫, ০৯:৫৪ পিএম

    ভোলায় মেয়ে হত্যার দায়ে পিতার ৭ বছরের কারাদণ্ড

    মো. সবুজ, ভোলা প্রতিনিধি প্রকাশ: ২১ অক্টোবর ২০২৫, ০৯:৫৪ পিএম

    ভোলার চরফ্যাশন উপজেলায় নিজের মেয়েকে গলা টিপে হত্যার দায়ে বাবার ৭ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

    মঙ্গলবার (২১ অক্টোবর) চরফ্যাশন চৌকি আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. শওকত হোসাইন এ রায় দেন।

    আদালতের রায়ে বলা হয়, চরফ্যাশন উপজেলার জাহানপুর এলাকার মো. ফারুক হোসেন তার মেয়ে খাদিজা আক্তার খুকিকে (২০) রাগে মাথায় শাসন করতে গিয়ে হত্যা করেন।

    খুকির ছোটবেলায় তার মা এ সংসার ত্যাগ করে অন্যত্র চলে যান। সে থেকে খুকিকে গ্রামের বাসায় তার দাদীর কাছে রেখে বাবা ফারুক মিয়া ঢাকায় দারোয়ানের চাকরি নেন। অযত্নে অবহেলায় খুকি চুরিসহ বেপরোয়া হয়ে ওঠে। খারাপ কাজে জড়িয়ে পড়েন খুকি। এতে খুকির বাবা লজ্জায় আত্মহত্যার কথাও ভেবেছিলেন।

    পরে মেয়ের খারাপ কাজ সইতে না পেরে লজ্জায় রাগে গেল ২০২০ সালের ২০ সেপ্টেম্বর খুকিকে বরিশালে ফুফুর কাছে নিয়ে যাওয়ার পথে বাবা-মেয়ের মধ্যে কথা কাটাকাটি ও ঝগড়া হয়।

    উত্তেজিত হয়ে ফারুক তার মেয়ের গলাটিপে ধরেন এবং গলায় গামছা পেঁচিয়ে মারধর করেন। এক পর্যায়ে খুকি মারা যান। পরে মরদেহ রাস্তার পাশে বিলের মধ্যে ফেলে ফারুক পালিয়ে যান।

    আদালতের রায়ে ফারুকের জবানবন্দির বরাত দিয়ে বলা হয়েছে, রাগ হয়ে মেয়েকে শাসন করার সময় অনিচ্ছাকৃতভাবে খুকি মারা গেছেন।

    ফারুক হোসেন আদালতকে জানান, এ ঘটনায় তিনি অনুতপ্ত। ছোটবেলায় মেয়েকে রেখে মা অন্যত্র চলে যাওয়ার পরেও তার লেখা পড়ার কথা চিন্তা করে ঢাকায় দারোয়ানের চাকরি নেন। মেয়েকে বাবার আদর থেকে বঞ্চিত না করতে আজও বিয়ে করেননি ফারুক।

    এফএস

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…