এইমাত্র
  • অ্যাশেজসহ টিভিতে আজকের খেলা (৭ ডিসেম্বর ২০২৫)
  • মেসির জোড়া অ্যাসিস্টে এমএলএসে ইতিহাস গড়ে চ্যাম্পিয়ন মায়ামি
  • তুরস্কে বাস দুর্ঘটনায় নিহত ৭, আহত ১১
  • লেবাননে জাতিসংঘ টহল দলের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ৬
  • ভারতের পর্যটনরাজ্য গোয়ার নাইটক্লাবে বড় অগ্নিকাণ্ড, নিহত ২৩
  • রায়েরবাজারে অজ্ঞাত ১১৪ জুলাই শহীদের মরদেহ উত্তোলন শুরু আজ
  • আজ থেকে শুরু হচ্ছে প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা
  • মানবতাবিরোধী অপরাধে ইনুর মামলায় আজ তৃতীয় দিনের সাক্ষ্য
  • ২০২৬ বিশ্বকাপের সূচি ঘোষণা, কবে-কখন কার সঙ্গে কার ম্যাচ
  • যারা এতদিন নির্বাচনের জন্য পাগল ছিলেন, তাদের এখন ভিন্ন সুর: জামায়াত আমির
  • আজ রবিবার, ২৩ অগ্রহায়ণ, ১৪৩২ | ৭ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    লামায় সম্পত্তি নিয়ে বিরোধের কারণে ভাইয়ের ঘর পুড়িয়ে দিলো আপন বোন

    মুহাম্মদ এমরান, লামা (বান্দরবান) প্রতিনিধি প্রকাশ: ৭ নভেম্বর ২০২৫, ০৮:১৮ পিএম
    মুহাম্মদ এমরান, লামা (বান্দরবান) প্রতিনিধি প্রকাশ: ৭ নভেম্বর ২০২৫, ০৮:১৮ পিএম

    লামায় সম্পত্তি নিয়ে বিরোধের কারণে ভাইয়ের ঘর পুড়িয়ে দিলো আপন বোন

    মুহাম্মদ এমরান, লামা (বান্দরবান) প্রতিনিধি প্রকাশ: ৭ নভেম্বর ২০২৫, ০৮:১৮ পিএম

    বান্দরবানের লামা উপজেলায় মায়ের নামে পারিবারিক সম্পত্তি ভোগ দখল করতে মো. আবদুল কাইয়ুম (২৫) এর বসতঘড় পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে আপন বোন ও বৈপিত্রেয় বোনের বিরুদ্ধে।

    বুধবার (৫ নভেম্বর) রাতে লামা উপজেলার রূপসীপাড়া ইউনিয়নের ২ নং ওয়ার্ড ইব্রাহিম লিডার পাড়া (অহ্লাপাড়া) এলাকায় এ ঘটনা ঘটে।

    শুক্রবার (৭ নভেম্বর) আবদুল কাইয়ুম নিজ বাড়ীতে আসলে বসতঘর পুড়ে ছাই অবস্থায় দেখতে পান। সে একই এলাকার মৃত আবুল হাসেম ও আয়েশা খাতুনের সন্তান।

    মো. আবদুল কাইয়ুম জানান, আপন বড় বোন বেবি আক্তার (৩৬) ও বৈপিত্রেয় বোন কাজল রেখা (৪৫) যোগসাজশে এ আগুন লাগিয়ে বসতঘর পুড়িয়ে দিয়েছে।

    তিনি আরও বলেন, আমার মা আশেয়া খাতুনের নামে সাড়ে ১০ একর চাষাবাদের জমি ও পাহাড়ি ভূমি রয়েছে। আবদুল কাইয়ুম পরিবারের একমাত্র ছেলে সন্তান ও তার ৪ বোন রয়েছে। এদের মধ্যে বৈপিত্রেয় বোন কাজল রেখা ও আপন বোন বেবি আক্তার যোগসাজশে সম্পত্তি ভোগ করতে একমাত্র ভাই ও ২ বোনের উপর নির্যাতন করে আসছে।

    অভিযোগ সূত্র জানা যায়, গত ১৯ অক্টোবর (রোববার) আবদুল কাইয়ুমকে মারধর করে বাড়ী থেকে বিতাড়িত করে। স্ত্রী সহ হাসপাতালে ভর্তি ছিলেন। আর্থিক অবস্থা খারপ থাকার কারনে তখন সুস্থ হয়ে উঠা পর্যন্ত শশুর বাড়ীতে চলে যায়। সেই সুযোগ বুধবার (৫ নভেম্বর) কাজল রেখা ও বেবি আক্তার বাড়ীতে লুটপাট করে এবং পরবর্তীতে বাড়ী আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়া হয়।

    আবদুল কাইয়ুমের মা আয়েশা খাতুন বলেন, সেদিন আমি আমার ছেলের বাড়িতে রাতে একা ঘুমিয়ে ছিলাম। হঠাৎ দেখতে পাই ঘরে ধোয়া হয়ে গেছে। আমি ভেবেছি আমার মেয়ে হয়তো পার্শ্ববর্তী গরুর ঘরে আগুন দিয়েছে। পরবর্তীতে যখন আগুন দেখতে পাই আমার মেয়ে বেবি আক্তার এসে আমাকে ঘর থেকে বের করে উদ্ধার করে।

    নিজ ভাইয়ের বসতঘর আগুন লাগিয়ে দেওয়ার বিষয়টি অস্বীকার করে বেবি আক্তার বলেন, কিভাবে আগুন লেগেছে আমি জানি না। তবে আগুন দেখতে পেয়ে আমি আমার মা কে ওই ঘর থেকে জীবনের ঝুঁকি নিয়ে বের করে এনেছি। বাড়িতে কেউ না থাকায় আমরা আগুন নিভানোর চেষ্টা করেও সম্ভব হয়নি।

    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…