রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে সম্ভাব্য এক শীর্ষ বৈঠক বুদাপেস্টে দ্রুত অনুষ্ঠিত হতে পারে।
গত মাসে ট্রাম্প জানিয়েছিলেন, তিনি নির্ধারিত বৈঠকটি ‘প্রয়োজনীয় অগ্রগতি না হওয়ায়’ সাময়িকভাবে স্থগিত করেছেন। তবে পরে ক্রেমলিন ও হোয়াইট হাউস উভয় পক্ষই নিশ্চিত করে জানায়, বৈঠকটি বাতিল হয়নি, কেবল স্থগিত করা হয়েছে।
বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র সফরে যাওয়ার পথে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান বলেন,“যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে ইউক্রেন সংঘাত সমাধান নিয়ে এখনো এক–দুটি অনিষ্পন্ন বিষয় রয়েছে। সেগুলো মীমাংসা হলে কয়েক দিনের মধ্যেই বুদাপেস্টে শান্তি সম্মেলন অনুষ্ঠিত হতে পারে।”
অরবান পরে আরও বলেন,“পুতিন ও ট্রাম্পের বৈঠক বুদাপেস্টে অবশ্যই হবে। তবে এটি কি চূড়ান্ত সমাধান আনবে, নাকি শান্তির পথে একটি গুরুত্বপূর্ণ ধাপ হবে—এটি এখনো স্পষ্ট নয়।”
হোয়াইট হাউসে মধ্য এশিয়ার কয়েকটি দেশের নেতাদের সঙ্গে নৈশভোজে ট্রাম্প বলেন,“মস্কো ও কিয়েভের মধ্যে যুদ্ধ থামাতে উল্লেখযোগ্য অগ্রগতি দেখছি, যদিও এখনো কাঙ্ক্ষিত ফল আসেনি।”
যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফও জানান, চূড়ান্ত চুক্তির আগে টেকনিক্যাল টিমগুলোর মধ্যে আরও আলোচনা প্রয়োজন।
রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ জানিয়েছেন, পুতিন ও ট্রাম্পের মধ্যে শীর্ষ বৈঠকের উপযুক্ত শর্ত এখনো তৈরি হয়নি।
তিনি বলেন,“এ ধরনের বৈঠক আয়োজনের জন্য গভীর প্রস্তুতি ও প্রতিটি দিকের সতর্ক মূল্যায়ন দরকার, যা এখনও সম্পূর্ণ হয়নি।”
রাশিয়া পশ্চিমা দেশগুলোর প্রস্তাবিত যুদ্ধবিরতি আহ্বান প্রত্যাখ্যান করেছে। মস্কোর মতে, ইউক্রেন যুদ্ধে স্থায়ী সমাধান আনতে হলে সংঘাতের মূল কারণগুলো সমাধান করতে হবে।
এনআই