রাশিয়ার বড় ধরনের ড্রোন হামলা ঠেকানোর মতো সক্ষমতা ইউরোপ রাখে না বলে সতর্ক করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিরক্ষা কমিশনার আন্দ্রিয়ুস কুবিলিয়ুস।
সোমবার (১৭ নভেম্বর) লিথুয়ানিয়ার রাজধানী ভিলনিয়াসে দেওয়া এক ভাষণে এ মন্তব্য করেন তিনি।
আন্দ্রিয়ুস কুবিলিয়ুস বলেন, ইউরোপকে এখনই ইউক্রেনের যুদ্ধ–অভিজ্ঞতা থেকে শিক্ষা নিতে হবে এবং কিয়েভের ড্রোন–বিষয়ক সক্ষমতাকে নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থায় যুক্ত করতে হবে। তা না হলে এটি হবে ঐতিহাসিক ভুল।
তিনি বলেন, আমরা রাশিয়ার ড্রোন শনাক্ত ও নিষ্ক্রিয় করার মতো প্রস্তুত নই। রাশিয়া খুব দ্রুত শিখছে—আর আমরা কি করছি?
কুবিলিয়ুস বলেন, ভবিষ্যতের যুদ্ধ ট্যাংক ও কামান দিয়ে নয়; বরং ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়েই সিদ্ধান্ত হবে। তাই পূর্ব ইউরোপ ও বাল্টিক অঞ্চলের নিরাপত্তা জোরদার করতে ইউক্রেনের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতা প্রয়োজন।
রাশিয়া–ইউক্রেন যুদ্ধের বর্তমান চিত্রেও ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলাই মূল বৈশিষ্ট্য হয়ে উঠেছে। দুপক্ষই নিয়মিতভাবে সামরিক ও বেসামরিক স্থাপনায় আকাশপথে আক্রমণ চালাচ্ছে, আর স্থল অভিযান তুলনামূলকভাবে কমেছে। সূত্র : শাফাক নিউজ
এমআর-২