কিশোরগঞ্জ জেলা গণঅধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক সোহেল হায়দারসহ ৯ জন জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে উপজেলা জামায়াতে ইসলামীর আমির আমীনুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গতকাল সোমবার রাতে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তারা জামায়াতে যোগ দেন। অনুষ্ঠানে উপজেলা জামায়াতে ইসলামীর আমির আমীনুল হক নবাগতদের ফুলের মালা দিয়ে বরণ করে নেন।
জামায়াতে যোগদানকারীদের মধ্যে রয়েছেন কিশোরগঞ্জ জেলা গণঅধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক সোহেল হায়দার, বাছির উদ্দিন, ইয়াসিন মিয়া, আশরাফুল ইসলাম, মো. রিটন, নাদিম আহমেদ, কামরুল ইসলাম ও ইমরান মিয়া।
জামায়াতে যোগদানের বিষয়ে সোহেল হায়দার বলেন, গণঅধিকার পরিষদ প্রতিষ্ঠালগ্ন থেকেই আমি কিশোরগঞ্জ জেলার ১৩টি উপজেলায় সংগঠনের তৈরিতে কাজ করেছি। গণঅধিকার পরিষদ একটি দেশপ্রেমিক দল। তবে আমার মনে হয়েছে, আরও বৃহত্তর দেশপ্রেমিক একটি প্ল্যাটফর্মে কাজ করা প্রয়োজন। সে কারণেই আমি জামায়াতে ইসলামীতে যোগদান করেছি। গতকাল আমিসহ আরও ৫জন গণঅধিকার পরিষদ থেকে জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন।
এ বিষয়ে কিশোরগঞ্জ জেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক অভি চৌধুরী বলেন, সোহেল হায়দার দলীয় সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের কারণে সাময়িক অব্যাহতিপ্রাপ্ত। ফলে তিনি ব্যক্তিগতভাবে যা ইচ্ছা করতে পারেন, এতে আমাদের কোনো আপত্তি নেই।
এসআর