ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির ওপর হামলার ঘটনার পর দেশজুড়ে ক্ষোভ ও প্রতিবাদের আবহ তৈরি হয়েছে। হাদির দ্রুত সুস্থতা কামনা এবং হামলায় জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে সরব হয়েছেন সাধারণ মানুষ থেকে শুরু করে শোবিজ অঙ্গনের পরিচিত মুখগুলোও। এই প্রেক্ষাপটে হাদির পক্ষে অবস্থান নেওয়ার পর একাধিক শোবিজ তারকাকে প্রকাশ্য হুমকির মুখে পড়তে হয়েছে।
ফেসবুকে ‘ডাল্টন সৌভাত হীরা’ নামের একটি অ্যাকাউন্ট থেকে নির্মাতা অনন্য মামুন, মাবরুর রশীদ বান্নাহ এবং অভিনেত্রী রুকাইয়া জাহান চমককে হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। ওই অ্যাকাউন্ট থেকে দাবি করা হয়েছে, চমক ও বান্নাহর ফোন নম্বর ইতিমধ্যে ফাঁস করা হয়েছে এবং তাঁদের চলাফেরার লোকেশনও ট্র্যাক করা হচ্ছে। পাশাপাশি শোবিজসংশ্লিষ্টদের তাঁদের সঙ্গে কোনো কাজে না নেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে ওই হুমকিমূলক বার্তায়।
রাজারবাগে শহীদ পুলিশদের প্রতি স্বরাষ্ট্র উপদেষ্টা-আইজিপির শ্রদ্ধারাজারবাগে শহীদ পুলিশদের প্রতি স্বরাষ্ট্র উপদেষ্টা-আইজিপির শ্রদ্ধা
হুমকির বিষয়টি প্রকাশ্যে আনতে সোমবার ফেসবুক লাইভে আসেন অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। সেখানে তিনি জানান, এমন পরিস্থিতিতেও তিনি ভীত নন। নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে চমক বলেন, ‘রোববার রাতে আমার ফোনে ২০০ থেকে ৩০০ কল এসেছে। শেষ পর্যন্ত ফোন নম্বর বন্ধ করতে বাধ্য হই। এতগুলো ফোনকল, হত্যার হুমকি, মনে হচ্ছিল আমার জীবনে দেশের জন্য কিছু একটা তো করেছি। যার কারণে এরা আমার পেছনে এভাবে লেগেছে। কিছু না করলে পেছনে লাগত না—এতটুকু সান্ত্বনা নিজেকে দিতে পারছি। এই দেশের মানুষের কোনো কাজে আমি আসতে পেরেছি, এটাই তো বড় কথা। ওরা যদি সত্যি আমাকে মেরে ফেলে, এটা আমার জন্য সুন্দর উপহার হবে। আমার জন্য আশীর্বাদ হবে যে আমি আমার দেশের জন্য মারা গেছি।’
তিনি আরও বলেন, ‘৭০ বছরে বয়সে গিয়ে বৃদ্ধ হয়ে মরার চেয়ে দেশের জন্য মৃত্যু হলে, এর চেয়ে ভালো আর কী হতে পারে। অনেকেই আমাকে নিয়ে চিন্তা করছেন, ফোন করে সতর্ক করছেন। তাঁদেরকে বলব, মন খারাপ করবেন না। আমি যদি মরে যাই, তাতে আমার দুঃখ নেই। যাঁরা হুমকি দিচ্ছে তাদের বলতে চাই, তোমরা আমাকে নিয়ে যত বাজে কথা বলবা তত মনে করব আমি কিছু করতে পেরেছি। তোমাদের হুমকিতে বাসায় বসে থাকার মানুষ আমি না।’
১৬ ডিসেম্বর কী ঘটেছিলো ক্যান্টনমেন্টের ভেতরে-বাইরে১৬ ডিসেম্বর কী ঘটেছিলো ক্যান্টনমেন্টের ভেতরে-বাইরেএকই ধরনের হুমকির কথা জানিয়েছেন নির্মাতা অনন্য মামুনও। ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘হাদিকে নিয়ে স্ট্যাটাস দেওয়ার পর থেকে আমাকে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে। তারা তো জানে না হাদি আমার কাছে একটা ভালোবাসার নাম। আর মৃত্যুর ভয় কখনো পাই না। যেদিন পৃথিবীতে এসেছি, সেদিনই আল্লাহ তাআলা আমার মৃত্যুর তারিখ ঠিক করে রেখেছে।’
এদিকে হুমকির বিষয়ে চমক ও অনন্য মামুন প্রকাশ্যে কথা বললেও এখন পর্যন্ত এ নিয়ে কোনো মন্তব্য করেননি নির্মাতা মাবরুর রশীদ বান্নাহ। হাদির ওপর হামলা এবং এর জেরে শোবিজ অঙ্গনের সদস্যদের প্রতি হুমকির ঘটনাগুলো নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও উদ্বেগ দেখা যাচ্ছে।
এইচএ