জেলার রায়গঞ্জ উপজেলায় ট্রাক চাপায় আকবর হোসেন নামে এক মোটরসাইকেল আরোহী নিহত ও তার স্ত্রী আহত হয়েছেন। আহতকে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করানো হয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে ঢাকা-বগুড়া মহাসড়কের রায়গঞ্জের ভূয়াগাতী পল্লী বিদ্যুৎ মোড়ে এই দুর্ঘটনা ঘটে।
নিহত আকবর হোসেন ঢাকার মনিপুর মিরপুর এলাকার মৃত: জয়নাল আবেদীনের ছেলে।
এ বিষয়ে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইসমাইল হোসেন বলেন, সকালে আকবর হোসেন স্ত্রীকে সঙ্গে নিয়ে মোটর সাইকেলযোগে বগুড়ার দিকে যাচ্ছিলেন। তিনি ভূয়াগাতী পল্লী বিদ্যুৎ মোড়ে পৌছলে একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পৃষ্ঠহয়ে আকবর হোসেন নিহত ও তার স্ত্রী আহত হন।
এসআর