ঝালকাঠির রাজাপুর উপজেলায় জাতীয় নাগরিক কমিটি ঘোষণা করা হয়েছে গত ৯ জানুয়ারি বৃহস্পতিবার। রাজাপুর উপজেলা শাখার নব গঠিত ১০৮ সদস্যের এ কমিটি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে কমিটির একাংশ সদস্যরা। উপজেলা শাখার এ কমিটি গঠনের পরেরদিন ঘোষণা দিয়ে পদত্যাগ করেছেন ১৩ জন সদস্য।
নব গঠিত জাতীয় নাগরিক কমিটির রাজাপুর শাখার ৫৩ নং সদস্য আনভির মাহিম লিখিত পদত্যাগপত্র পাঠ করেন। যা শুক্রবার রাতেই ভার্চুয়ালী ছড়িয়ে যায়।
পদত্যাগকারীদের দাবি নব গঠিত জাতীয় নাগরিক কমিটির রাজাপুর উপজেলা শাখায় আওয়ামীলীগ, ছাত্রলীগ ও তাদের অঙ্গসংগঠনের কর্মীদের নাম রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে যাওয়া ঐ ভিডিওতে ১২ জন সদস্য সাথে নিয়ে মাহিমকে বলতে দেখা যায়, জাতীয় নাগরিক কমিটি রাজাপুর উপজেলা শাখার ১০৮ সদস্য বিশিষ্ট কমিটিতে জুলাই বিপ্লবের পতিত শক্তি আওয়ামিলীগ, ছাত্রলীগ ও তাদের অঙ্গসংগঠনের কর্মীদের উপস্থিতি বিদ্যমান। এই কমিটিতে বৈষম্য বিরোধী আন্দোলনে সাবেক সরকারের হয়ে সরাসরি সম্পৃক্ত অনেকের নাম রাখা হয়েছে, যে বিষয়ে আমরা কেহই অবগত ছিলাম না।'
মাহিম আরো বলেন, 'কমিটিতে অনেক সাধারণ মানুষের নাম অন্তর্ভক্ত করা হয়েছে যারা এই নাগরিক কমিটিতে থাকার বিন্দু মাত্র আগ্রহ প্রকাশ করে না। তাই জাতীয় নাগরিক কমিটির এই তালিকা দেখে জুলাই বিপ্লবের সক্রিয় কর্মী হিসেবে আমরা ১৩ জন অস্বস্তি বোধ করে সেচ্ছায়, স্বজ্ঞানে পদত্যাগ করলাম।'
পদত্যগের বিষয়ে জাতীয় নাগরিক কমিটির রাজাপুর প্রতিনিধি সেখানকার মহিলা কলেজের গ্রন্থাগার তাইমুর হায়দার সজীব বলেন, 'যার ইচ্ছে আসতে পারে, যার ইচ্ছে চলেও যেতে পারবে।'
অন্যদিকে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সাংগঠক মশিউর রহমান বলেন, 'আমরা তো ঢাকায় বসে দেখিনাই কারা আন্দোলনে যুক্ত ছিলো আর কারা ছিলো না। রাজাপুর থেকে তাইমুর হায়দার সজীব সবার নামের তালিকা পাঠিয়ে দিয়েছে। এরপর আমরা পাশ করে দিয়েছি। তবে যারা আন্দোলনের বিপক্ষে ছিলো তাদের নাম এই কমিটিতে রাখার প্রশ্নই আসে না। আমরা এবিষয়ে সজীবের সাথে কথা বলে ব্যাবস্থা নিবো।'
পদত্যাগের তালিকায় যাদের নাম রয়েছে তারা হলো, মো. নাইম হোসেন, আল ইমরান, তরিকুল ইসলাম মারুফ, আল শাহরিয়ার নিবির, তানভীর আহমেদ সাকিব, আনভির মাহিম, আশরাফুল হোসেন ইমন, সাকিবুল ইসলাম, জাহিদ হাসান রিফাত, মো.নাকিব, হৃদয় তালুকদার, নওশীন আঞ্জুম রোহান এবং মাইনুল ইসলাম।
কমিটির যে ১৩ জন সদস্য পদত্যাগ করেছে তাদের নিয়েও বিরুপ প্রতিকৃয়া ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। অনেকে বলছেন, 'ঐ ১৩ জনের মধ্যেই জুলাই আন্দোলনের সময় রাজাপুরে বৈঠা মিছিল করেছে ছাত্রলীগের এমন কর্মীও রয়েছে। এমনকি মাহিম নামের যিনি পদত্যাগ পত্রটি পাঠ করেছে তিনি গত সংসদ নির্বাচনে রাজাপুরে শাহজাহান ওমরের নৌকার পক্ষে কাজ করেছে।'
এইচএ