এইমাত্র
  • আপনারা তেল মারা বন্ধ করেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের স্বরাষ্ট্র উপদেষ্টা
  • এজেন্সি কোটা ১ হাজার বহাল রেখে হজ চুক্তি সম্পন্ন
  • শেখ পরিবারের ছয় সদস্যসহ ১৬ জনের বিরুদ্ধে দুদকের মামলা
  • বছরের প্রথম ১১ দিনে এলো ৮৮৩৯ কোটি টাকার রেমিট্যান্স
  • ভৈরবে র‍্যাব-পুলিশের অভিযানে ৫ ছিনতাইকারী আটক
  • মণিপুরে আসাম রাইফেলসের ক্যাম্পে হামলা করেছে উত্তেজিত জনতা
  • অশালীন স্ক্রীনশট ফাঁস, বান্নাহ বললেন 'প্রমাণ করতে পারলে নিজেকে শাস্তি দেবো'
  • ফটিকছড়িতে ইউপি চেয়ারম্যানের মুক্তির দাবিতে মানববন্ধন
  • গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে গণমাধ্যমের স্বাধীনতা থাকতে হবে: প্রেস সচিব
  • মোবাইল-ইন্টারনেট সেবায় ভ্যাট প্রত্যাহার না করলে এনবিআর ঘেরাও
  • আজ রবিবার, ২৯ পৌষ, ১৪৩১ | ১২ জানুয়ারি, ২০২৫
    জাতীয়

    সীমান্তে উদ্ভূত প‌রি‌স্থি‌তি

    পররাষ্ট্রস‌চিবের দপ্তরে ভারতীয় হাইক‌মিশনারকে ডেকেছে সরকার

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৫, ০৪:৪৩ পিএম
    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৫, ০৪:৪৩ পিএম

    পররাষ্ট্রস‌চিবের দপ্তরে ভারতীয় হাইক‌মিশনারকে ডেকেছে সরকার

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৫, ০৪:৪৩ পিএম

    সীমান্তে উদ্ভূত প‌রি‌স্থি‌তিকে কেন্দ্র করে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইক‌মিশনার প্রণয় ভার্মাকে পররাষ্ট্রস‌চিব মো. জসীম উদ্দীনের দপ্তরে ডেকেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

    আজ রবিবার (১২ জানুয়া‌রি) বিকেলে ভারতীয় দূতকে পররাষ্ট্রস‌চিবের দপ্তরে ডেকে‌ আনা হয়।

    আধা ঘণ্টার বে‌শি সময় পররাষ্ট্রস‌চিবের দপ্তরে ছি‌লেন ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা‌। স‌চি‌বের দপ্ত‌র থে‌কে বে‌রি‌য়ে সাংবা‌দিক‌দের স‌ঙ্গে কথা ব‌লেন ভারতীয় দূত।

    প্রণয় ভার্মা ব‌লেন, অপরাধমুক্ত সীমান্ত নিশ্চিত করার জন্য ভারতের প্রতিশ্রুতি নিয়ে আলোচনা, চোরাচালান, অপরাধী এবং পাচারের চ্যালেঞ্জগুলো কার্যকরভাবে মোকাবিলা করার ও সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার বিষয়ে আলোচনা করার জন্য পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক করেছি।

    ভারতীয় হাইকমিশনার বলেন, আমাদের সীমান্তরক্ষী বাহিনী, বিএসএফ এবং বিজিবি এ ব্যাপারে যোগাযোগ করছে। আমরা আশা করি যে, আলোচনা বাস্তবায়িত হবে এবং অপরাধ মোকাবিলায় একটি সহযোগিতামূলক পদ্ধতি থাকবে।

    সম্প্রতি সীমান্তের পাঁচটি জায়গায় কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ শুরু ক‌রে‌ছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবি ও স্থানীয় লোকজনের শক্ত অবস্থানের কারণে ভারত ওইসব স্থানে বেড়া নির্মাণ কাজ বন্ধ করতে বাধ্য হয়েছে।

    এ‌দিকে, রবিবার সকালে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সীমান্তে বিজিবি সতর্ক অবস্থায় আছে। বিজিবি ও স্থানীয় বাসিন্দাদের শক্ত অবস্থানের কারণে ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণকাজ বন্ধ রাখতে বাধ্য হয়েছে।

    উপদেষ্টা বলেন, সম্প্রতি সীমান্তের পাঁচটি জায়গায় ভারত কাঁটাতারের বেড়া নির্মাণকাজ শুরু করেছে। বিজিবি ও স্থানীয় লোকজনের শক্ত অবস্থানের কারণে ভারত ওই সব স্থানে কাজ বন্ধ করতে বাধ্য হয়েছে।

    জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সঙ্গে বিজিবির যোগাযোগ হচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয়কেও এ বিষয়ে ইতিমধ্যে জানানো হয়েছে। তারা কূটনৈতিকভাবে এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেবে।

    বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান ৪ হাজার ১৫৬ কিলোমিটার সীমান্তের মধ্যে ৩ হাজার ২৭১ কিলোমিটার স্থানে ভারতীয় কর্তৃপক্ষ কাঁটাতারের বেড়া স্থাপন করেছে এবং ৮৮৫ কিলোমিটার স্থানে কাঁটাতারের বেড়া নির্মাণ করা হয়নি বলে জানান উপদেষ্টা।

    এবি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…