নতুন বছর শবনম বুবলীর বেশ যাবে। কেননা মুক্তির অপেক্ষায় তার একগুচ্ছ সিনেমা। এরমধ্যে একটি 'পিনিক'। এবার প্রকাশ্যে এলো সিনেমাটির পোস্টার।
শনিবার(১৮ জানুয়ারি) নিজের ফেসবুকে 'পিনিকে'র পোস্টার প্রকাশ করেছেন বুবলী। সেখানে দেখা গেছে, স্কার্ফে আবৃত নায়িকার মাথা। চোখে রোদ চশমা। বুবলীর মুখ মণ্ডল খাঁচায় বন্দি। তার কাঁধ থেকে নিচের অংশ কালো পোশকে আবৃত।
'পিনিকে' বুবলীর বিপরীতে আছেন আদর আজাদ। কক্সবাজার ও রামুর বিভিন্ন এলাকায় এই সিনেমার শুটিং হয়েছে। পরিচালনা করেছেন জাহিদ জুয়েল।
এই সিনেমায় আরো অভিনয় করছেন আলী রাজ, ফজলুর রহমান বাবু, জয়িতা মহলানবীশ, আজাদ আবুল কালাম, মোমেনা চৌধুরী, মাসুম বাশার, সমু চৌধুরী, শরীফ সিরাজ, এ কে আজাদ সেতু, নাজনীন শবনম, নাফিস আহমেদ বিন্দুসহ অনেকেই।