এইমাত্র
  • সমন্বয়ক রাফিকে শেষ করে দেওয়ার হুমকি ছাত্রলীগের সাবেক নেতা রব্বানীর
  • ছাদ ভেঙ্গে আহত বলিউড তারকা অর্জুন কাপুর
  • ‘টেসলা’র ধাক্কায় গুরুতর জখম অভিনেত্রী মেহের আফরোজ শাওন
  • 'পিনিক'র পোস্টারে খাঁচায় বন্দি চিত্রনায়িকা শবনম বুবলী
  • সারা রাত শুটিং করতেও কষ্ট লাগে না: জান্নাতুল সুমাইয়া হিমি
  • নিখোঁজের সাতদিন পর সেপটিক ট্যাংকে মিলল যুবকের মরদেহ
  • ‘সংস্কারের নামে বিরাজনীতিকরণের দুরভিসন্ধি দেখতে চাই না’
  • কুষ্টিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আটক ৫
  • রাজনীতিতে একটি গুণগত পরিবর্তন আনতে হবে: আমির খসরু
  • রোহিত শর্মাকে অধিনায়ক করে ভারতের চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা
  • আজ রবিবার, ৬ মাঘ, ১৪৩১ | ১৯ জানুয়ারি, ২০২৫
    দেশজুড়ে

    পটুয়াখালীতে তথ্যসেবা কেন্দ্রের দরজা-জানালা খুলে নেওয়ার সময় আটক ১

    আরেফিন লিমন, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৫, ১২:৫৪ এএম
    আরেফিন লিমন, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৫, ১২:৫৪ এএম

    পটুয়াখালীতে তথ্যসেবা কেন্দ্রের দরজা-জানালা খুলে নেওয়ার সময় আটক ১

    আরেফিন লিমন, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৫, ১২:৫৪ এএম

    পটুয়াখালীর গলাচিপা উপজেলার বকুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের তথ্যসেবা কেন্দ্র থেকে লোহার দরজা ও জানালা খুলে নেওয়ার সময় একজনকে হাতেনাতে আটক করেছে পুলিশ। শনিবার সকাল ১০টার দিকে উপজেলার বকুলবাড়িয়া ইউনিয়নের গুয়াবাড়িয়া গ্রামের চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে। আটককৃত ব্যক্তির নাম হানিফ মোল্লা (৫৫)। তিনি বকুলবাড়িয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের লামনা গ্রামের আপ্তের মোল্লার ছেলে।

    জানা যায়, শনিবার সকালে হানিফ মোল্লা ইউনিয়ন পরিষদের তথ্যসেবা কেন্দ্রের ভবনে ঢুকে দরজা-জানালাসহ বিভিন্ন মালামাল খুলে একটি অটোভ্যানে তুলছিলেন। স্থানীয় লোকজন বিষয়টি দেখে দ্রুত কলাগাছিয়া পুলিশ তদন্ত কেন্দ্রে খবর দেন। খবর পেয়ে তদন্ত কেন্দ্রের এসআই কামাল হোসেন ঘটনাস্থলে পৌঁছে হানিফ মোল্লাকে আটক করেন এবং মালামাল জব্দ করেন।

    এ ঘটনায় বকুলবাড়িয়া ইউনিয়ন ডিগ্রি কলেজের অধ্যক্ষ রেজিনা আক্তারের নাম উঠে এসেছে। আটক হানিফ মোল্লা স্বীকার করেছেন যে, অধ্যক্ষ রেজিনা আক্তারের নির্দেশেই তিনি দরজা-জানালা খুলছিলেন।

    রেজিনা আক্তারের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, “তথ্যসেবা কেন্দ্রের জন্য বরাদ্দ দুইটি রুম ইউনিয়ন পরিষদের। তবে বাকি রুমগুলো আমাদের ব্যক্তিগত মালিকানাধীন। তথ্যসেবা কেন্দ্রটি পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে এবং সেখানে মাদকসেবীদের আড্ডা হয়। তাই দরজা-জানালা খুলে নিতে বলেছি।

    বকুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম বলেন, ঘটনাটি আমি শুনেছি। ইউনিয়ন পরিষদের তথ্যসেবা কেন্দ্রের মালামাল ও আটক ব্যক্তির বিষয়ে তদন্ত করে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। তথ্যসেবা কেন্দ্রটি ইউনিয়ন পরিষদের বরাদ্দে করা হয়েছিল

    কলাগাছিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক ঝিলন হাওলাদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। উদ্ধার করা মালামাল পুলিশের হেফাজতে রাখা হয়েছে।

    এমআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…