এইমাত্র
  • গজারিয়ায় অবৈধ চুনা কারখানা গুঁড়িয়ে দিল তিতাস
  • 'নিজেদের চাহিদা পূরণে মসলা জাতীয় ফসল উৎপাদন বাড়াতে হবে'
  • খাগড়াছড়ির রামগড়ে স্কুলছাত্রী অপহরণের চেষ্টা, আটক ২
  • শাকিব খানের ছবি ছাড়া প্রেক্ষাগৃহে দর্শক আসছে না: তানহা তাসনিয়া
  • শিক্ষার্থী কম থাকায় এইচএসসির ১৩ কেন্দ্র বাতিল
  • পঞ্চগড়ে দুই ছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক কারাগারে
  • মাদারীপুরে স্ত্রীর সঙ্গে অভিমানে স্বামীর আত্মহত্যার অভিযোগ
  • নাবিক ও এমওডিসি নেবে নৌবাহিনী, পদ ৪০০
  • গোয়ালন্দে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৩
  • আসন্ন ঈদুল ফিতরে লম্বা ছুটি, কবে থেকে কত দিন
  • আজ মঙ্গলবার, ৪ চৈত্র, ১৪৩১ | ১৮ মার্চ, ২০২৫
    দেশজুড়ে

    নির্বাচনী প্রচারণায় ছাগল হত্যা, ৬ বছর পর থানায় অভিযোগ

    মেহেদী হাসান তানিম, নাটোর প্রতিনিধি প্রকাশ: ১৪ মার্চ ২০২৫, ১০:৪৩ পিএম
    মেহেদী হাসান তানিম, নাটোর প্রতিনিধি প্রকাশ: ১৪ মার্চ ২০২৫, ১০:৪৩ পিএম

    নির্বাচনী প্রচারণায় ছাগল হত্যা, ৬ বছর পর থানায় অভিযোগ

    মেহেদী হাসান তানিম, নাটোর প্রতিনিধি প্রকাশ: ১৪ মার্চ ২০২৫, ১০:৪৩ পিএম

    নাটোরের গুরুদাসপুরে নির্বাচনী প্রচারণায় ছাগল হত্যার অভিযোগ এনে সাবেক উপজেলা চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ জাহিদুল ইসলামের নামে থানায় অভিযোগ দেওয়া হয়েছে।

    শুক্রবার (১৪ মার্চ) বিকেলে অভিযোগের পাশাপাশি থানা চত্বরে অবস্থিত চলনবিল প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগি। অভিযোগের সত্যতা নিশ্চিত করেছেন গুরুদাসপুর থানার ওসি গোলাম সারওয়ার হোসেন।

    অভিযোগ সূত্রে জানা যায়,২০১৯ সালের মার্চ মাসে অনুষ্ঠিত গুরুদাসপুর উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসাবে অংশগ্রহণ করেন গুরুদাসপুর পৌর আওয়ামী লীগের সভাপতি জাহিদুল ইসলাম। নির্বাচনী গণসংযোগের নিয়ন্ত্রনহীন গাড়ি বহরে পৌরসভার চাঁচকৈড় বাজারপাড়া মহল্লার রাজা ফকিরের ছেলে নান্নু ফকিরের একটি বড় (গর্ভবতী) ছাগল মারা যায়। ৬ বছর পূর্বেই ছাগলের আনুমানিক বাজার মুল্য ছিলো প্রায় ৩০ হাজার টাকা। তিনি হতদরিদ্র মানুষ। ছাগলের মৃত্যুর পর জাহিদুল ইসলাম ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিয়ে চলে যান। ছাগলটি নান্নু ফকিরের দাদির অনেক প্রিয় ছিলো। নান্নুর দাদির মৃত্যুর পরেও বার বার ছাগলের ক্ষতিপূরণ নিতে গেলে অকথ্য ভাষায় গালিগালাজ,হুমকি দিয়ে ফিরিয়ে দেয়।

    নান্নু ফকির জানান,‘ সম্প্রতি গভীর রাতে তার মৃত দাদি স্বপ্নের মধ্যে এসে তাকে বলেছেন ছাগল হত্যাকারীর বিচার করার জন্য। এ কারনে তিনি গুরুদাসপুর থানায় ছাগল হত্যার ঘটনায় গুরুদাসপুর থানায় পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলামের নামে বিচার চেয়ে লিখিত অভিযোগ দিয়েছেন। পতিত আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী নেতা হওয়ায় তখন বিভিন্ন স্থানে বিচার চেয়েও পাননি। আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে এলাকার সাধারণ মানুষকে হয়রানী করেছে। এমনকি মসজিদ মাদরাসায় নাম ফুটানোর জন্য দান করেন তাও বাকিতে। সেই বকেয়া দানও তিনি দেননা।’

    পৌর আওয়ামী লীগের সভাপতি জাহিদুল ইসলাম মুঠোফনে দাবি করেন,‘এমন ঘটনা তার জানা নেই। নান্নু ফকির বেশ কিছুদিন পূর্বে মোবাইল ফোনে তাকে জানিয়েছিলো। আমি বলেছি সাক্ষাতে বসে সমস্যার সমাধান করা যাবে। সত্যিই যদি এমন ঘটনা ঘটে তাহলে অবশ্যই ক্ষতিপূরণ দিবো।’

    এ বিষয়ে গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ গোলাম সারওয়ার হোসেন বলেন,‘নির্বাচনী গাড়ি বহরে চাকার নিচে পৃষ্ঠ হয়ে ছাগল মৃত্যুর ঘটনায় একটি অভিযোগ থানায় এসেছে। ক্ষতিয়ে দেখা হচ্ছে। এমন ঘটনা ঘটে থাকলে অবশ্যই ক্ষতিপূরণ দিতে হবে। না হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…