এইমাত্র
  • জরুরি সংবাদ সম্মেলনে আ.লীগের নিবন্ধন বাতিল ও নিষিদ্ধের দাবি এনসিপি’র
  • ভারত সরকারের বিরুদ্ধে মামলা করল ইলন মাস্কের ‘এক্স’
  • শেখ হাসিনা সংবিধানকে ইচ্ছেমতো কাটাছেঁড়া করেছে: তারেক রহমান
  • বাংলাদেশ ও ভারতের জলসীমায় প্রায় একই সময়ে মাছ ধরায় নিষেধাজ্ঞা
  • নাটোরে সড়ক দুর্ঘটনায় সেনা সদস্যের মৃত্যু
  • ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল
  • মুন্সীগঞ্জে যৌথ বাহিনী অভিযানে মাদকদ্রব্যসহ গ্রেপ্তার ১৮
  • তারাবির নামাজ পড়তে গিয়ে জুতা চুরির হিড়িক, মুসল্লিদের ক্ষোভ
  • বিজয়নগরে স্কুফ সিরাপ ও ইয়াবাসহ নারী গ্রেপ্তার
  • গাজীপুরে শতাধিক অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ
  • আজ শুক্রবার, ৭ চৈত্র, ১৪৩১ | ২১ মার্চ, ২০২৫
    রাজধানী

    খিলক্ষেতে ধর্ষণের অভিযোগে গণপিটুনি, পুলিশের গাড়িতে হামলা

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ১৯ মার্চ ২০২৫, ০৯:৩৯ এএম
    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ১৯ মার্চ ২০২৫, ০৯:৩৯ এএম

    খিলক্ষেতে ধর্ষণের অভিযোগে গণপিটুনি, পুলিশের গাড়িতে হামলা

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ১৯ মার্চ ২০২৫, ০৯:৩৯ এএম

    রাজধানীর খিলক্ষেতে ধর্ষণের অভিযোগে জান মিয়া নামে এক তরুণ গণপিটুনির শিকার হয়েছেন। পুলিশ খবর পেয়ে জান মিয়াকে আটক করে থানায় নিয়ে আসছিল। পরে খিলক্ষেত বাজার এলাকায় এলে বিক্ষুব্ধ জনতা পুলিশের গাড়িতে হামলা চালায়। এতে পুলিশের সাত সদস্য আহত হন।

    পুলিশের ওপর হামলায় থানার পরিদর্শক (ওসি) তদন্ত আশিকুর রহমান আশিক গুরুতর আহত হন। তাঁকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলায় পুলিশের আরও সাত-আটজন সদস্য আহত হন।

    মঙ্গলবার রাতে খিলক্ষেত বাজার এলাকায় এ ঘটনা ঘটে। খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

    জানা যায়, খিলক্ষেতের মধ্যপাড়া এলাকায় এক শিশুকে ধর্ষণের অভিযোগে এক তরুণকে মারধর করা হচ্ছে- এমন সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।

    তিনি জানান, অভিযুক্ত তরুণকে আটক করে থানায় নিয়ে আসার পথে বিক্ষুব্ধ জনতা পুলিশের গাড়িতে হামলা চালায়। একপর্যায়ে তাকে পুলিশের গাড়ি থেকে নামিয়ে নেয় এবং মারধর করে। পরে উপস্থিত পুলিশ সদস্যদের ওপরও হামলা চালায় বিক্ষুব্ধ জনতা।

    গুলশান বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. আল-আমিন বলেন, এক শিশুকে ধর্ষণের অভিযোগে ওই তরুণকে আটক করে থানায় নিয়ে আসার সময় খিলক্ষেত বাজার এলাকায় জনতা পুলিশের ওপর হামলা চালায়।

    তিনি বলেন, পুলিশের গাড়ি ভাঙচুর করে জনতা ওই তরুণকে ছিনিয়ে নিয়ে পিটিয়ে রক্তাক্ত করে। তার জীবন সংকটাপন্ন। শিশুটিকে রাতে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

    খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, ধর্ষণে অভিযুক্ত জান মিয়াকে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সেনাবাহিনীর সদস্যরাও থানায় এসেছেন।

    এমআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…