এইমাত্র
  • শেখ হাসিনা সংবিধানকে ইচ্ছেমতো কাটাছেঁড়া করেছে: তারেক রহমান
  • বাংলাদেশ ও ভারতের জলসীমায় প্রায় একই সময়ে মাছ ধরায় নিষেধাজ্ঞা
  • নাটোরে সড়ক দুর্ঘটনায় সেনা সদস্যের মৃত্যু
  • ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল
  • মুন্সীগঞ্জে যৌথ বাহিনী অভিযানে মাদকদ্রব্যসহ গ্রেপ্তার ১৮
  • তারাবির নামাজ পড়তে গিয়ে জুতা চুরির হিড়িক, মুসল্লিদের ক্ষোভ
  • বিজয়নগরে স্কুফ সিরাপ ও ইয়াবাসহ নারী গ্রেপ্তার
  • গাজীপুরে শতাধিক অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ
  • আ.লীগ নিষিদ্ধের দাবিতে ইবি শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি
  • বগুড়ায় সড়কে ঝরল ২ প্রাণ, আহত ২১
  • আজ শুক্রবার, ৭ চৈত্র, ১৪৩১ | ২১ মার্চ, ২০২৫
    দেশজুড়ে

    সিরাজগঞ্জে ভুল চিকিৎসায় মা ও নবজাতকের মৃত্যু, হাসপাতাল বন্ধের নির্দেশ

    সিরাজগঞ্জ (উত্তর) প্রতিনিধি প্রকাশ: ১৯ মার্চ ২০২৫, ১০:২৯ এএম
    সিরাজগঞ্জ (উত্তর) প্রতিনিধি প্রকাশ: ১৯ মার্চ ২০২৫, ১০:২৯ এএম

    সিরাজগঞ্জে ভুল চিকিৎসায় মা ও নবজাতকের মৃত্যু, হাসপাতাল বন্ধের নির্দেশ

    সিরাজগঞ্জ (উত্তর) প্রতিনিধি প্রকাশ: ১৯ মার্চ ২০২৫, ১০:২৯ এএম

    জেলার উল্লাপাড়া উপজেলার সলঙ্গায় হাফিজিয়া মেমোরিয়াল হাসপাতাল কর্মরত চিকিৎসক ডাক্তার শারমিন আক্তার স্বর্ণার ভুল চিকিৎসায় মা ও নবজাতকের মৃত্যুর অভিযোগে। এ ঘটনায় হাসপাতাল বন্ধ রাখার মৌখিক নির্দেশ দিয়েছেন উল্লাপাড়া উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. ছাইফুল ইসলাম।

    মঙ্গলবার (১৮ মার্চ) সরেজমিনে গিয়ে জানাযায়, ঐ হাসপাতালে রোগী মৃত্যুর অভিযোগের প্রেক্ষিতে হাসপাতাল পরিচালনায় বৈধ কাগজপত্র ৩ দিনের মধ্যে দাখিল করার নির্দেশ দেন ঐ কর্মকর্তা।

    প্রসঙ্গত, গত (১৮ মার্চ) সিরাজগঞ্জ থেকে প্রকাশিত স্থানীয় দৈনিক কলম সৈনিক পত্রিকায় উল্লেখিত হসপিটালের ডাক্তার স্বার্ণার ভুল অপারেশনে মা ও নবজাতকের মৃত্যু হয়েছে মর্মে একটি সংবাদ প্রকাশিত হয়। সেই সংবাদটি ভুল মিথ্যা তথ্য ধারণা দিয়ে অভিযুক্ত ঐ ডাক্তার ফেসবুক (সামাজিক যোগাযোগ মাধ্যমে) স্ট্যাটাস দিয়ে নিজেকে নির্দোষ দাবী করেন।

    স্থানীয়রা জানান, গত রবিবার (১৬ মার্চ) সকাল ১০টার দিকে তাড়াশ উপজেলার খালকুলা কালুপাড়া ভায়াট এলাকার বাসিন্দা সিদ্দিক আলীর স্ত্রী লতা খাতুন (৩০) শারীরিক পরীক্ষা করার জন্য ঐ হাসপাতালে আসেন। সেখানে পরীক্ষা নিরীক্ষা শেষে (সিজার) অপারেশনের কথা বলেন ডাক্তার স্বর্ণা এক পর্যায়ে রোগীর পরিবারের অনুমতি না নিয়ে সিজার করেন অভিযুক্ত ঐ ডাক্তার। অপারেশনের পর বিকেল তিনটার দিকে নবজাতকের অবস্থা ভালো না বলে সিরাজগঞ্জ সদরে ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠান হসপিটাল কর্তৃপক্ষ।

    তার কিছুক্ষণ পরেই হসপিটাল থেকে সিদ্দিক আলীকে মুঠোফোনে কল দিয়ে বলা হয় আপনার স্ত্রীর অবস্থা ভালো না বলে জানান হাসপাতাল কর্তৃপক্ষ। নবজাতকে নিয়ে বাবা সিদ্দিক যখন উন্নত চিকিৎসার জন্য জেলা শহরে রওনা। পথের মধ্যে খবর আসে তার স্ত্রীর অবস্থার অবনতির কথা। নবজাতককে নিয়ে আবার হাফিজা মেমোরিয়াল হসপিটালে গিয়ে দেখেন তার স্ত্রী লতা খাতুনকে ঐ প্রতিষ্ঠানের নিজেদের লোকজন দিয়ে বগুড়া পাঠিয়েছেন।

    পথেই চান্দাইকোনা এলাকায় পৌঁছালে রোগীর মৃত্যু হয়। এমত অবস্থায় রোগীর স্বজনরা হাসপাতালের সামনে অবস্থান নিলে স্থানীয় নেতাকর্মী ও ক্যাডার বাহিনী দিয়ে ভয়ভীতি ও মিমাংসার কথা বলে সেখান থেকে বিদায় করে দেন বলেও অভিযোগ রয়েছে।

    ভুক্তভোগী সিদ্দিক আলী বলেন, আমার স্ত্রী গর্ভবতী অবস্থায় পরীক্ষা করার জন্য হাফিজা হসপিটালে নিয়ে যাই সেখানে বিভিন্ন পরীক্ষা শেষে হাসপাতাল থেকে বলা হয় সিজার (অপারেশন) করার জন্য। কিন্তু আমি রাজি না হলেও হাসপাতাল কর্তৃপক্ষ আমার কথা না শুনে অপারেশন করেন সে সময় আমি হাসপাতালে ছিলাম না। হসপিটাল কর্তৃপক্ষের অবহেলায় আমার স্ত্রী সন্তানের মৃত্যু হয়েছে, আমি এর বিচার চাই।

    স্থানীয়রা আরও জানান, এই প্রতিষ্টানের নিজেদের কোন ডাক্তার নাই। নেই পর্যাপ্ত সুযোগ সুবিধা কোন রকম একটি বিলডিং ভাড়া নিয়ে চটকদারি বিজ্ঞাপন প্রচার করে গ্রামের সহজ সরল মানুষদের সাথে প্রতারণা করে ব্যবসা করছে। স্বাস্থ্যসেবার নামমাত্র তিন চার জন নার্স দিয়ে এনেস্থিসিয়া ডাক্তার কলকরে নিয়ে এসে কাজ করান। অপারেশনের পর্যাপ্ত সুযোগ সুবিধা না থাকায়। অপারেশন পরবর্তী রোগীদের সব সময় ঝুঁকিেতে থাকতে হয়। শুধু তাই নয় চিকিৎসা নিতে আসা রোগীদের অতিরিক্ত টেস্ট দিয়ে পরীক্ষা নিরীক্ষার নামে টাকা হাতিয়ে নিচ্ছে। হাসপাতালের নেই কোন বর্জ্য পরিশোধনাগার (ইটিপি) প্লান্ট, পরিবেশ ছাড়পত্র, বিগত দুই বৎসরের লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে এ প্রতিষ্ঠান।

    এ বিষয়ে হাফিজা মেমোরিয়াল হসপিটাল এ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক ও মেডিকেল হলের সত্বাধিকারী রাকিব, ইলিয়াস হাসপাতাল ও পরিচালনাকারী আব্দুর রশিদ বলেন, কর্তৃপক্ষের নির্দেশে হাসপাতাল বন্ধ রেখে সকল কাগজপত্র প্রস্তুুত করছি। আজকেই সকল কাগজপত্র দাখিল করা হবে।

    এব্যাপারে ডাক্তার স্বর্ণাকে মুঠোফোনে ও হাসপাতালে সরেজমিনে পাওয়া যায়নি।

    অবৈধভাবে প্রতিষ্ঠান পরিচালনা ও ভুল চিকিৎসায় মৃত্যু নিয়ে সিরাজগঞ্জ সিভিল সার্জন ডাঃ নুরুল আমীন বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত করে প্রযোজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

    এআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…