কুড়িগ্রামের উলিপুরে ফিলিস্তিনে ইসরাইলি বর্বরতা, গণহত্যা ও নির্বচারে নারী ও শিশু হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে তাওহিদী মুসলিম জনতা।
সোমবার (২৪ মার্চ) যোহর নামাজ শেষে মসজিদুল হুদার সামন থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে এসে সেখানেই বিক্ষোভ সমাবেশ করা হয়।
সমাবেশে বক্তব্য রাখেন, সাজ্জাত হোসেন, মাসুদ রানা, মাহফুজার রহমান প্রমুখ।
মিছিলে সাধারণ শিক্ষার্থী ও তাওহিদী মুসলিম জনতা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। সমাবেশ থেকে অবিলম্বে ফিলিস্তিনে গণহত্যা বন্ধের দাবি জানানো হয়।
এআই