বৃদ্ধা মায়ের মৃত্যুর খবর পেয়ে হার্টঅ্যাটাক করে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যুবরণ করেন ছেলে পলাতক আওয়ামীলীগ নেতা সাদেকুল ইসলাম ছাদি।
সোমবার (২৪ মার্চ) সকাল সাড়ে ১০টায় ওই নেতার বৃদ্ধা মা কদবানু (৯৫) মৃত্যুবরণ করেন। এই মৃত্যুর খবর শুনেই সাদেকুল ইসলাম ছাদির (৬৫) হার্টঅ্যাটাক করলে হাসপাতালে নেওয়ার পথে দুপুর ১টার দিকে তার মৃত্যু হয়।
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চম্পকনগর ইউনিয়নের জামালপুর গ্রামের সাদেকুল ইসলাম ছাদি বিজয়নগর উপজেলা আওয়ামী লীগের সদস্য ছিলেন। তিনি সাবেক গণপূর্তমন্ত্রী মোকতাদির চৌধুরীর উপজেলার রাজনৈতিক কার্যালয়ের মালিক।
একই পরিবারের মা ছেলের এক দিনে মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। মৃত্যুর খবরে শুনে অনেকেই তাদের বাড়িতে ভিড় জমিয়েছেন।
ছাদির জামাতা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. রাসেল খান ফোনে মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, আমার দাদি শাশুড়ি বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন। খবর শুনে আমার শ্বশুর হার্টঅ্যাটাক করে মারা যান।
এসআর