ঈদুল ফিতর উপলক্ষ্যে সাভার-আশুলিয়ার বিভিন্ন কারখানায় ছুটি হয়ে গেছে।
বৃহস্পতিবার (২৭ মার্চ) সকাল থেকে ঢাকা-আরিচা এবং নবীনগর-চন্দ্রা মহাসড়কে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের দিকে যানবাহনের চাপ বৃদ্ধি পেতে শুরু করেছে। এ সময়ে কিছু পরিবহনে অতিরিক্ত ভাড়া নেয়ার চিত্রও দেখা গেছে।
বেলা বাড়ার সাথে সাথে ঢাকা-আরিচা মহাসড়কের নবীনগর বাসস্ট্যান্ড এবং নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল বাসস্ট্যান্ড এলাকায় পরিবহনের অতিরিক্ত চাপ লক্ষ্য করা গেছে। নবীনগর দূরপাল্লার বাস টার্মিনালের কাউন্টারগুলোতে মনে মানুষের ঢল নেমেছে। টার্মিনাল এলাকায় যাত্রীদের বাসের জন্য অপেক্ষা করতে দেখা গেছে।
বাইপাইল বাসস্ট্যান্ড এলাকায় দেখা যায়, সড়কের একপাশ দখল করে দূরপাল্লার বাসগুলো যাত্রীর জন্য অপেক্ষা করছে। কাউন্টারগুলোতেও যাত্রীরা বাসের জন্য অপেক্ষা করছিল।
এমনিতে ঈদে ঘরে ফেরা মানুষের বাড়তি একটা চাপ আছে সড়কে তার উপর এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজের ধীরগতি সব মিলে বড় ধরনের যানযটের সম্ভাবনা রয়েছে।
সাভার হাইওয়ে পুলিশের (ওসি) সওগাতুল আলম বলেন, ‘ঈদুল ফিতর উপলক্ষ্যে ঘরমুখী মানুষের যাতায়াত নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় করাসহ সার্বিক আইনশৃঙ্খলা এবং নিরাপত্তা নিশ্চিত করতে আমরা কাজ করে যাচ্ছি। কোথাও কোনো অভিযোগ পেলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’ আমাদের পুলিশ সদস্যরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। সড়কের বিভিন্ন পয়েন্টে আমাদের পুলিশ সদস্য মোতায়েন করা রয়েছে।
এআই